One Nation one election : দেশে এবার একটি নির্বাচন সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। লোকসভা এবং বিধানসভা নির্বাচন এবার হবে একবারেই।
এই প্রস্তাব গৃহীত হয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটির নেতৃত্বে।সেই কমিটি প্রস্তাবের গ্রহণ করেছে।
দেশের নির্বাচনে যে অর্থবায় এবং সময় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ কেন্দ্রীয় সরকারের। এই বিল লোক সভায় পাস হলে দেশে দুটি আলাদা নির্বাচন নয় একটি নির্বাচন হবে অভিন্ন নির্বাচনের জন্য এই বিল আনা হয়েছে।
এই বিল সংসদে পেশ আগে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে সেপ্টেম্বর মাসে একটি কমিটিও গঠন করা হয়। চলতি বছরে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হতে পারে।
যে সময় এই বিল রামনাথ কোবিন্দ কাছে পাঠানো হয়েছিলো সেই কমিটি তখন কথা বলেছিল 62 টি রাজনৈতিক দলের সাথেে। সেই রাজনৈতিক দলগুলির মধ্যে 32 টি রাজনৈতিক দল এই বিল কে সমর্থন করলেও 15 টি রাজনৈতিক দল তাদের জবাব জানায়নি।
এই ইস্যুতে দীর্ঘদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করছেন তিনি জানিয়েছিলেন সরকারের তিন-চার মাসের জন্য নির্বাচন হতে হবে সম্পুর্ন টার্ম রাজনীতি করা উচিত নয়। এতে নির্বাচন পরিচালনায় ব্যয় কমবে।’