SC Youtube Channel:অভিজিতের পলিগ্রাফ, সন্দীপের নারকো; সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক উধাও আরজিকর মামলার শুনানি

Narco Analysis Test : সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন আদালতে জানিয়েছে সিবিআই।আরজিকর মামলার শুনানি তে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ যেটি নির্যাতিতার বাবা মা বলেছেন।তারা লিখিত জানিয়েছেন সুপ্রিমকোর্টে আরজিকর হত্যা নিয়ে।বিচারপতি তদন্তের স্বার্থে প্রকাশে বিষয়টি না নিয়ে এলেও তিনি অবাক হয়েছেন অভিযোগ গুলি দেখে।সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল (SC Youtube Channel) সেটি হ্যাক , জানা ,যাচ্ছে।

এই মামলায় আরেক অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে জানিয়েছে সিবিআই তার মাঝে সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক(SC Youtube Channel) ,সেখানে আরজিকর মামলার শুনানি ভিডিও টি উধাও।

সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে পেশ করা হয় শুক্রবার।তাদের বয়ামে অসঙ্গতি আছে সিবিআই জানিয়েছে।

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বয়ান সঙ্গে ঘটনার মিল পাচ্ছে না সিবিআই অফিসারেরা তাই গুজরাটে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস টেস্ট চায় সিবিআই।এই পদ্ধতিতে অভিযুক্তের সম্মতি প্রয়োজন।ম্যাজিস্ট্রেটের কাছে তিনি বয়ান দেবেন তবে সম্মতি দেবেন আধিকারিক, যদিও পলিগ্রাফ ও নারকো অ্যানালিসিস টেস্ট প্রমাণ হিসাবে গ্রাহ্য নয় আদালতে।অভিযুক্ত কিছু আড়াল করে বিষয়টি অস্বীকার করছে , সেই বিষয় বুঝতে এই টেস্টের জন্য সিবিআই আদালতে জানিয়েছে।এখন দেখার পালা আদালত কি নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক সেই নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলগুলি ,সেখানে আরজিকর মামলার শুনানি ভিডিও টি উধাও।সুপ্রিমকোর্টের লাইভ স্ট্রিমিং দেখানো হয় এই ইউটিউব চ্যানেলে।সেখানে হ্যাক হয়ে যাওয়া চ্যানেলে দেখাচ্ছে বিভিন্ন ভিডিও , ক্রিপ্টো কারেন্সি ভিডিও আবার ক্লিক করলে খুলছে নতুন লিংক ।

আরজি কর মামলার শুনানির যে ভিডিয়ো রেকর্ডিং সেটি হ্যাকারসের দল প্রাইভেট করে দিয়েছে ।সেখানে লেখা দেখে যাচ্ছে Brad Garlinghouse: Ripple Responds To The SEC’s $2 Billion Fine! XRP PRICE PREDICTION ক্রিপ্টো কারেন্সি ভিডিও।

সুপ্রিমকোর্টের তরফে জানানো হয়েছে তাদের ইউটিউব চ্যানেলে কিছু সমস্যার জন্য আপাতত লাইভ স্ট্রিমিং বন্ধ আছে।ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছে।সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাক ও সেখানে আরজিকর মামলার শুনানি ভিডিওটি উধাও সেই নিয়ে অভিসন্ধি আছে কি না জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

READ  TET Exam Scam WB : কোলকাতা হাইকোর্টের সামনে পর্ষদের স্বীকারোক্তি , ও এম আর নষ্ট করতে নির্দেশ কে দিয়েছিলো

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis