Nirmala Sitharaman lok sabha : যিনি লোকসভায় বাজেট পেশ করে তার বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতবর্ষ(finance minister of india) তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গৃহীত হলো আদালতেও।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।জনাধিকার সংঘর্ষ সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তোলাবাজির ।
What is allegations on finance Minister Nirmala Sitharaman কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিজেপি ( Bhartiya Janta Party)নির্মলা সীতারামনের বিরুদ্ধে যে সংস্থা অভিযোগ করেছে মুখ্য বিষয় উল্লেখ করেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি সংগঠিত করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Finance Minister of India : এই অর্থমন্ত্রী তিনি লোকসভা ভোট লড়াই করেনি আর্থিক অবস্থা ভালো না থাকার জন্য ।ইলেকট্রোরাল বন্ডের ইস্যুতে উত্তাল ছিলো দেশের রাজনীতি।সুপ্রিম নির্দেশে অসাংবিধানিক আখ্যা দেওয়া হয় ইলেকট্রোরাল বন্ড আইনটি নিয়ে ,সেই অর্থমন্ত্রীর(Nirmala Sitharaman lok sabha) বিরুদ্ধেই ইলেকট্রোরাল বন্ড ব্যাবহারের মাধ্যমে তোলাবাজি অভিযোগ
আদালতে অর্থমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাতিল ও বি ওয়াই বিজয়েন্দ্র তাদের বিরুদ্ধেও নির্বাচনী বন্ড কে হাতিয়ার করে তোলাবাজি অভিযোগ হয়েছে।এই বিষয়ে কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (enforcement directorate) ব্যাবহারের অভিযোগ।
এই অভিযোগ তে উল্লেখ করে দেওয়া হয়েছে নির্বাচনী বন্ডের দ্বারা ব্ল্যাক মানি জড়ো করা হয়েছে।নির্মলা সীতারমন ও তার পরিচিত নেতারা এই কাজে সাহায্য করেছে এমন অভিযোগ করেছে জনাধিকার সংঘর্ষ সংস্থা।কর্ণাটকে বিজেপির মুখপাত্র সুধা হালকারি তিনি সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয় উল্লেখ করেছে।
এই বিষয় অর্থাৎ নির্বাচনী বন্ড চালু হয় 2017 সালে সেখানে সুপ্রিমকোর্ট এটিকে অসাংবিধানিক আখ্যা দেয়।যেখানে দলীয় তহবিলের তালিকায় শীর্ষে ছিলো ভারতীয় জনতা পার্টি তাদের সম্পদের পরিমাণ ছিলো ৬০৬১ কোটি টাকা ,রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ১৬১০ কোটি টাকা সংগ্রহ করেছিলো কংগ্রেস ১৪২২ কোটি টাকা
এই রকম চাঞ্চল্যকর অভিযোগ ভারতীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে (Finance Minister of India ) লোকসভার সদস্য বিরোধী রাজনৈতিক দল লোকসভার অধিবেশনে (Nirmala Sitharaman lok sabha) এই বিষয়ে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হবে এটাই বলছে বিভিন্ন বিরোধী দল।