ভারতের প্রথিতিযশা শিল্পপতি শারীরিক অবস্থা অবনতি (Ratan Tata Physical Condition deteriorate) নিয়মিত মেডিক্যাল পরীক্ষা করা হয়, সেই জন্য ভর্তি ছিলেন মুম্বাইয়ের একটি হসপিটালে।তার অবস্থার অবনতি গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি আইসিইউতে বর্ষীয়ান এই শিল্পপতি।

রতন টাটা বর্ষীয়ান শিল্পপতি তার দানের জন্য বিখ্যাত ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে।তিনি টাটা 1991 সালে অটোস টু স্টিল কোম্পানির চেয়ারম্যান হন। তার প্রতিষ্ঠিত আইটি কোম্পানি পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি।টাটা মোটরস ( Tata Motors) ভারতের ও বিদেশের গাড়ির বাজারে একটি প্রতিষ্ঠিত নাম।
তার প্রপিতামহ জামসেদ জী টাটা তিনি ঝাড়খন্ডে প্রতিষ্ঠা করেছিলেন টাটা স্টিল ভারতের নির্মাণ , সামগ্রী তে এই কোম্পানির উপকরণ উল্লেখ্যযোগ্য।হাওড়া ব্রিজ তৈরির টাটা স্টিল ব্যাবহৃত হয়েছিলো।
তিনি টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সাম্প্রতিক এয়ার ইন্ডিয়ার ব্যাবসায় বিনিয়োগ করেছেন ।মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন রতন টাটা।শারীরিক অবস্থা সঙ্কটজনক(Ratan Tata Physical Condition deteriorate)।এক প্রতিনিধি জানিয়েছেন আগামী কাল (বৃহস্পতিবার) সকালে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে জানানো হবে।TATA Group- এই বিষয়ে মন্তব্য করেনি।
এই প্রতিষ্ঠিত শিল্পপতি রতন টাটার( Ratan Tata News) শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতিবিদ থেকে শিল্পপতিরা।TATA Sons-এর চেয়ারম্যান ও, TATA Group-এর দায়িত্বও সামলেছেন।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis