McDonald's outbreakMcDonald's outbreak : জনপ্রিয় ব্র্যান্ডের খাদ্যপণ্যে কোলাই ভাইরাস আক্রান্ত বহু সাধারণ মানুষ

McDonald’s outbreak : জনপ্রিয় ব্র্যান্ডের খাদ্যপণ্যে কোলাই ভাইরাস আক্রান্ত বহু সাধারণ মানুষ । ফাস্টফুড যারা ভালবাসেন তাদের জন্য সতর্কবার্তা। ফাস্টফুড সাস্থের জন্য তো ভালো নয়,এবারে হাম বার্গারে কোলাই ভাইরাস।

জনপ্রিয় ফাস্ট ফুড কোম্পানির খাদ্যের নিউট্রিশন ভ্যালু ও সতর্কতা নিয়ে প্রশ্ন উটেছে মার্কিনীদের মধ্যে। এই বার্গার মার্কিনীদের প্রিয় খাদ্যদ্রব্যের একটি।বিভিন্ন গবেষণায় দেখা যায় স্থূলতা মার্কিন নাগরিকদের মধ্যে এই ফাস্ট ফুড বিশেষত বার্গারে নাম উল্লেখ করা হয়েছে।

McDonalds hamBurger : বার্গার প্রেমীদের জন্য সুখের নয় সতর্কবার্তা ।ম্যাকডোনাল্ডস কোয়ার্টার পাউন্ডার খাওয়ার পর 13 টি রাজ্যে 75 জন লোক এই ভাইরাস সংক্রামিত হয়েছে।

Where is the McDonald’s E. coli breakout? এই সংক্রামিত হওয়ার ঘটনা আমেরিকায় তেরো টি প্রদেশে দেখা যায়।

Ecoli virus mcdonald’s states affected

আমেরিকায় বিভিন্ন প্রদেশে কলোরাডো ওয়মিং,লোয়া,মন্টানা,মেক্সিকো ইত্যাদি প্রদেশে দেখা গেছে। সংক্রমিত দুই জনের শরীরে হেমোলিটিক ইউরেমিক সিন্ড্রোম দেখা দিয়েছে ,যেটি ই কোলাই ভাইরাস থেকে তৈরি হয়।

What causes E. coli? এটি তৈরি হয় সংক্রমিত খাদ্য থেকে যেমন গ্রাউন্ড গরুর মাংস।এই খাদ্যে ই কোলাই অন্ত্রে ই. কোলাই ব্যাকটেরিয়া মাংসে থেকে প্রবেশ করতে পারে।

Gender debate in boxing olympics 2024 : বক্সিং এ লিঙ্গ বিতর্ক অলিম্পিকে ( 2024 summer olympics) ; ক্ষুব্ধ ইটালীর প্রধানমন্ত্রী

Nepal Plane Crash Today : উনিশ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান নেপালে দুর্ঘটনা

Donald Trump Shooter video : পেনসিলভেনিয়া তে নির্বাচনী বক্তব্য রাখতে গিয়ে দুষ্কৃতী হামলা প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সামনে এলো দুষ্কৃতীর পরিচয়

ম্যাকডোনাল্ডসের হ্যামবার্গারে ই কোলাই ভাইরাস সংক্রমণের(McDonald’s outbreak) ফলে অসুস্থ সাধারণ মানুষ ,মার্কিন নাগরিকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে।

সংস্থার পদস্থ ব্যাক্তিদের (McDonald’s outbreak) আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে উপস্থিত হয়ে বিনামূল্যে খাবার বিতরণ করেছিলেন।সামাজিক মাধ্যমে তাকে নিয়েও সমালোচনা হচ্ছে। এই ঘটনার পরে কর্তিপক্ষ কোয়ার্টার পাউন্ডার এর 14,000 ইউ.এস. এর এক পঞ্চমাংশে পরিবেশন বন্ধ রেখেছে।

READ  Why lifestyle creep can cause HIFIs to spend 'every cent they make,' according to a financial planner

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis