Howrah Amritsar express : হাওড়া অমৃতসর এক্সপ্রেসে বিষ্ফোরণ

17306243703126802484198937367717

Howrah Amritsar express : ট্রেনের কামরায় বিষ্ফোরণ। হাওড়া অমৃতসর এক্সপ্রেসে ঘটনা।

ট্রেন ও বিমান বন্দরে বোমাতঙ্ক ছিলোই সেই ঘটনা সত্যি হলো হাওড়া অমৃতসর এক্সপ্রেসে একটি বগিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

17306243703126802484198937367717

অমৃতসর এক্সপ্রেস ট্রেনের মধ্যে প্লাস্টিক কন্টেনারে ছিলো বিস্ফোরক।ট্রেনে ভর্তি ছিলো প্যাসেঞ্জার,হাওড়া তে আসছিলো অমৃতসর এক্সপ্রেস।পাঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার শিরহিন্দ স্টেশনের কাছে প্রবল শব্দে বিষ্ফোরণ হয়।

আর পি এফ জানিয়েছে ঘটনায় পাঁচ ছয় জন জখম হয়েছেন।স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে আহতরা,

ট্রেনের কামরায় বিস্ফোরক নিয়ে যাওয়া রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ।

ট্রেনের কামরায় বিষ্ফোরণ যাত্রীরা ঝাঁপ দেয় কামরা থেকে। তিরিশ জন যাত্রী ঝাঁপ দেয়।রাকেশ পাল এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি ঘুমাচ্ছিলেন।

ট্রেনের বগিতে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় ৷তিনি আতঙ্কে ঝাঁপ দেয় ।জিআরপি ডিএসপি জগমোহন সিং বলেন, ‘‘আহত যাত্রীরা সবাই ভালো আছেন ৷

ফতেহগড় সাহেব সিভিল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার কানওয়ালদীপ সিং জানিয়েছেন হাওড়া অমৃতসর এক্সপ্রেসে বিস্ফোরণে ঘটনায় আহত যাত্রীরা সুস্থ আছেন।

বিহার-দিল্লিগামী সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস সেখানেও বোমাতঙ্ক সৃষ্টি হয়।ট্রেন থামিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি ।আজ এই বিস্ফোরণে ঘটনায় ভারতীয় রেলের( Indian railway) যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ।

See also  Voter id link with aadhar card : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে।