Railway app : ভারতীয় রেলওয়ে ( Indian Railway) এবার তাদের রিজার্ভেশন থেকে আইআরসিটিসি-র ই-কেটারিং ফুড বুকিংয়ের বদল আনছে। আসছে সুপার অ্যাপ (super app of railway)
একটি অ্যাপ(Railway app) থেকেই তাদের যাবতীয় কাজ যাত্রীরা নিমেষেই করতে পারবে।এজন্য বিভিন্ন অ্যাপ ব্যাবহারের ঝনঝট থাকছে না।
ইন্ডিয়ান রেলওয়ে ( Indian Railway) কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি যৌথ প্রচেষ্টায় তৈরি হচ্ছে এই অ্যাপ
What is the super app of railway?
এই সুপার অ্যাপ (Railway app) তে যে কাজ গুলি যাত্রীরা সুবিধা নিতে পারবেন যেমন প্ল্যাটফর্ম পাস তৈরির সুবিধা থাকছে ,ডিজিটাল পাসগুলি যাচাই হবে সুপার অ্যাপ দিয়ে। যাত্রীদের একটি জায়গায় সুবিধা দিতে
ট্রেনের মধ্যে বসেই অ্যাপের মাধ্যমে যাত্রীরা বিভিন্ন অংশীদার রেস্টুরেন্ট এবং বিক্রেতাদের থেকে প্রি অর্ডার বুক সুবিধা পাবেন।
আপনি ভারতীয় রেলে ভ্রমণ করতে গিয়ে নিরাপত্তা ইস্যু একটি সমস্যা একটি অ্যাপ (super app of railway) নিরাপত্তা , ট্র্যাকিং ইত্যাদি কাজ সহজ করে দেবে ।
Read more : Howrah Amritsar express : হাওড়া অমৃতসর এক্সপ্রেসে বিষ্ফোরণ
রেলওয়ে জানিয়েছে সহজ ইন্টারফেস ও বিভিন্ন ভাষায় লঞ্চ হবে সুপার অ্যাপ(super app of railway ) রেলওয়ে ঝঞ্ঝাট বিহীন সুবিধা প্রদানের জন্য এই উদ্যোগ। ডিসেম্বর মাসে সুপার অ্যাপ(Railway app) টি চালুর জন্য ভাবছে ভারতীয় রেল