US Presidential Election 2024 : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন , হেভিওয়েট এই লড়াই ,পৃথিবীর শাসক রাষ্ট্র যাদের অঙ্গুলিহেলনে চলে ,সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump ) ও কমলা হ্যারিস(Kamala Harish)।
বর্তমানে কে এগিয়ে মার্কিন রাষ্ট্রপতি প্রার্থীর দৌড়ে
এখনও পর্যন্ত চলা ট্রেন্ডে হ্যারিস আছেন 112 টি ভোটে এগিয়ে ও ট্রাম্প 198 টি ভোটে এগিয়ে।
বিভিন্ন প্রদেশ অনুসারে ইউ এস নির্বাচনে প্রার্থীদের এগিয়ে থাকার প্রবণতা দেখা যাচ্ছে ।হ্যারিস কে অ্যাসোসিয়েট প্রেসের রিপোর্ট অনুসারে দশ টি সিটে কলোরাডো তে এগিয়ে আছেন।ডেমোক্রেটিক ও রিপাবলিকান দের মিশ্র প্রভাব এই অঞ্চলে দেখা যায়।
ক্যানসাস অঞ্চলে জয়ের পাল্লা ভারী ট্রাম্পের।সকাল ৮:৩০ পর্যন্ত ইলেক্টোরাল ভোটে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছে।তিনি 188 ও কমলা হ্যারিস 99 টি ভোট পেয়েছেন।
নর্থ ক্যারোলিনা তে ডোনাল্ড ট্রাম্প চার শতাংশ মার্জিনে টক্কর দিচ্ছেন হ্যারিস কে The Wall Street journal এর প্রতিবেদন অনুসারে ট্রাম্প নর্থ ক্যারোলিনা তে তিন টি পয়েন্টে এগিয়ে ,সাতচল্লিশ শতাংশ আফ্রিকান – আমেরিকানের বসবাস মুখ্য কারণ।
টেক্সাসে ইউ এস হাউসের নির্বাচন (US Presidential Election 2024 ) ডেমোক্রেট ট্রেই হান্ট কে পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী ক্রেইগ গোল্ডম্যান ।
পেনসিলভেনিয়া তে মেরি গে স্ক্যানলন ডেমোক্রেটিক প্রার্থী ইউ এস প্রার্থী জয়ী হয়েছেন । রিপাবলিকান প্রতিদ্বন্ধী প্রতিদ্বন্দ্বী আলফিয়া গুডউইন কে পরাজিত করেছেন।
লামনিকা ম্যাকআইভার নিউজার্সি তে জয়ী হয়েছেন দশ তম কংগ্রেসনাল হাউস সিটে,সকল দিক বিবেচনা করে হাড্ডাহাড্ডি লড়াই।এক্সিট পোলে ও বাস্তবে প্রায় 52 শতাংশ পাল্ল ভারী ট্রাম্পের কমলা হ্যারিস 46 শতাংশে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis