Acharya Sanjay Chakraborty : বিখ্যাত বাঙালী সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ, তিনি বিখ্যাত বাঙালি প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী (ajay chakraborty) র ভাই হয়।
এই সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগ নাবালিকা মহিলা কে সঙ্গীত শিক্ষার নামে যৌণ হেনস্থা র ।
এই শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী সরকারি পুরষ্কার ও পেয়েছেন সঙ্গীত শিক্ষক (music teacher ) প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সঙ্গীত অ্যাকাডেমিতে যৌণ হেনস্থা করেন।
এই সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের নাবালিকাকে একাধিকবার যৌণ হেনস্থার চেষ্টা করেন আচার্য সঞ্জয় চক্রবর্তী (Acharya Sanjay Chakraborty) চারু মার্কেট থানায় অভিযোগ হয় ।
তিনি এই বিষয়ে সতর্ক হয়ে মুম্বাইয়ের একটি জায়গায় লুকিয়ে থাকেন। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) ঘনিষ্ঠ গায়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি সাম্প্রতিক একটি বাংলা গানে( recent bengali songs) ওই বাঙালি সঙ্গীত শিল্পীর গান গেয়েছেন ।তবে ওই সঙ্গীত শিল্পী এই বিষয় কিছু জানতেন না জানিয়েছেন ।
বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি ভাই হয় । এই নিয়ে অজয় চক্রবর্তী (ajay chakraborty) কোনো প্রতিক্রিয়া দেয়নি।
Pakistan Attacks Jammu: এস-৪০০ তে জব্দ পাকিস্থান । জম্মু বিমান বন্দরে হামলার চেষ্টা বানচাল করে দিলো এয়ার ডিফেন্স সিস্টেম
জম্মু তে ক্রমাগত ড্রোন থেকে অ্যাটাক ( Drone Attack) চেষ্টা পাকিস্থানের ( India Pakistan) ব্ল্যাকআউট করে দেওয়া হলো শহরের প্রতিটি এলাকা। Pakistan Attacks Jammu: পাকিস্থান সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এদিন হামলা করে জম্মুতে ,ক্ষেপনাস্ত্র তাক করে বিমান বন্দর উড়িয়ে দেওয়ার চেষ্টা। India-Pakistan war : ভারতীয় সেনার প্রত্যাঘাত আবারও নিয়ন্ত্রণ রেখায় অবাধে পাক গুলি। জবাব…
India-Pakistan war : ভারতীয় সেনার প্রত্যাঘাত আবারও নিয়ন্ত্রণ রেখায় অবাধে পাক গুলি। জবাব ভারতের নিহত ১০ পাক সেনা
পাহালগাম হামলার বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী( Indian Army) গুঁড়িয়ে দেওয়া হয়েছে জায়শি মহম্মদ , লস্করে তৈবার ঘাঁটি। এবার ভারতীয় সেনার জবাব বুলেটের মাধ্যমে উত্তর ভারতীয় সেনার,দিশেহারা পাকিস্থান ,সাহায্য পাচ্ছে না আমেরিকা,চিন,রাশিয়া দেশগুলি থেকে ।এবার সীমান্তে লাগাতার গুলি বর্ষন পাকিস্থানের আর্টিলারি গান , শেলিং মাধ্যমে জম্মুতে আক্রমণ । অপারেশন সিন্দূর(Operation Sindoor) : নয়টি স্থানে নির্ভুল হামলা,…
Shehbaz Sharif : এখনি শেষ হচ্ছে না যুদ্ধ পরিস্থিতি , শাহবাজ দিলেন খোলা ছুট পাকিস্থানি সেনাবাহিনীকে ।
Sahabaj Sarif : এখনি শেষ হচ্ছে না যুদ্ধ পরিস্থিতি , শাহবাজ দিলেন খোলা ছুট পাকিস্থানি সেনাবাহিনীকে
আলিপুর বিশেষ পকসো আদালতে এই বাঙালি সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী কে হেফাজতে নিয়ে (Acharya Sanjay Chakraborty) মামলা শুরু হয়েছে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis