12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

Barasat News:কুকর্মের লজ্জায় ও অপমানেই আত্মঘাতী দাদু , নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ

backgrounderaser 20250307 165441698

Barasat News : শাশুড়িকে সাথে নিয়ে পুরসভায় গিয়েছিলো মা সুযোগ পেয়ে নাতনির শ্লীলতাহানি অভিযোগে আত্মঘাতী দাদু ,বারাসতের ঘটনা

সামাজিক ব্যাধি এখন শ্লীলতাহানি অহরহ অভিযোগ আসছে।এই ব্যাধির নিরাময় সম্ভব বা কমছে না। এবার বারাসতের উঠলো দাদুর বিরুদ্ধে নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ।


পেশায় ঘুগনি বিক্রেতা ওই বৃদ্ধ বারাসত পৌরসভা এলাকায় থাকতেন।এদিন তার পুত্রবধূ ও ওই বৃদ্ধের স্ত্রী পৌরসভায় একটি কাজে গিয়েছিলেন।

বাড়িতে দাদু ও নাতনি একাই ছিলেন। বাড়ি ফিরে মেয়েকে বিধ্বস্ত অবস্থায় দেখেন শাশুড়ি ও নাবালিকার মা।
মেয়ে কে জিজ্ঞাসা করতে সে দাদুর বিরুদ্ধে এই জঘন্য কাজের জন্য অভিযোগ জানায় মায়ের কাছে।
এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ তীব্র বিক্ষোভে উত্তাল হয়।তখন ওই বৃদ্ধ পালিয়ে যায়। ৫ তারিখের ওই ঘটনার পর থেকে পলাতক ছিলো ওই অভিযুক্ত।

এদিন ৭ তারিখ বারাসত স্টেশনের সামনে পাওয়া যায় বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ ,স্থানীয়দের দাবি ওই বৃদ্ধ বনগা গামি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।


ওই ঘটনায় বৃদ্ধের স্ত্রী বলেছিলেন নাতনীদের তিনি ভালোবাসতেন,কিন্তু কেনো এই কাজ করলেন তিনি বুঝতে পারছেন না।

See Also :

South eastern Railway : হাওড়া – খড়গপুর লাইনে বন্ধ থাকছে ট্রেন। ২০০ র বেশি ট্রেন বাতিলের ঘোষণা।


বৃদ্ধের মৃত্যু নিয়ে পুলিশের প্রাথমিক তদন্তে আত্মহত্যা উঠে এসেছে।নিজের ভুলের জন্য এই সিধান্ত কি না খতিয়ে দেখছে পুলিশ।
নবালিকা কে বারাসত হাসপাতালে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে আসা হয়েছে।তদন্ত করছে পুলিশ

See also  SSC Case: ভলেন্টিয়াররি সার্ভিস দিন। আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, মুখ্যমন্ত্রী।