প্রাক্তন ভারতীয় টিমের ব্যাটসম্যান বীরেন্দ্র সেওয়াগ(Virender Sehwag) ,তিনি সাম্প্রতিক সময় স্ত্রীর সাথে এতদিনের সম্পর্কে বিচ্ছেদ করেছেন,এবার বীরেন্দ্র র ভাই বিনোদ সেহবাগের(Vinod Sehwag) বিরুদ্ধে প্রতারণার অভিযোগ,গ্রেফতার করেছে চণ্ডীগড় পুলিশ।
বিনোদ সেহবাগের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এদিন তাকে গ্রেফতার করেছে পুলিশ।দিল্লি-ভিত্তিক কোম্পানি Baddi-based শ্রী নায়না প্লাস্টিক , খাবার ও পানীয়ের সংস্থা জাল্টা খাবার ও পানীয় সংস্থার তিনজন ডিরেক্টরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে।
এই তিন ডিরেক্টরের একজন হলেন বিনোদ সেওয়াগ,তিনি ও সহযোগী বিষ্ণু মিত্তাল ও সুধীর মালহোত্রা।সংস্থার তিন ডিরেক্টর অভিযোগের ভিত্তিতে আদালতে হাজির হয়।
অভিযোগকারির আইনজীবী বিকাশ সাগর সাওয়ালে বলেন জাল্টা খাবার ও পানীয় সংস্থার তরফে পণ্য নেওয়ার জন্য দিল্লি-ভিত্তিক কোম্পানি Baddi-based কে অর্ডার দেয়।
কোম্পানি জুন ২০১৮ তে ওই অর্ডারের ভিত্তি তে ৭ কোটির চেক ১ কোটি করে ইস্যু করে ৭ টি ব্যাংকে।কিন্তু যখন অভিযোগকারী সংস্থা এই চেক ব্যাংকে ডিপোজিট করেন।তখন চেক বাউন্স দেখায়।পর্যাপ্ত টাকা ওই একাউন্ট গুলিতে ছিলো না।
অভিযোগকারী সংস্থা ওই সংস্থা কে জানালেও দুই মাসে ও তাদের চেক ইস্যু না করে দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ দেয় জাল্টা খাবার ও পানীয় সংস্থাকে।
লিগ্যাল নোটিশ পাওয়ার পরেও সংস্থা ব্যাবস্থা নেয়নি পেমেন্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য।এদিন নিম্ন আদালতে হাজির হয় জাল্টা খাবার ও পানীয় সংস্থার তিন ডিরেক্টর।
বিনোদ সেহবাগের তরফে কোসৌলী দাবি করে তার মক্কেল ওই সংস্থার ডিরেক্টর পদে নেই,তাই জামিনের আবেদন হয় ,কিন্তু বিচারক জামিনের আবেদন প্রত্যাহার করে ।
আদালত গ্রেফতার ও প্রতারণা মামলায় তদন্তে র নির্দেশ দেয়।বিনোদ 22nd July 2019 কোর্টে হাজির হয়ে ব্যাক্তিগভাবে ২ লক্ষ টাকার বন্ডে জামিন নিয়েছিলেন।তিনি পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে।
ভারতীয় দলের ব্যাটসম্যান ছিলেন বীরেন্দ্র সেহবাগের(Virender Sehwag) ভাই অভিযুক্ত বিনোদ সেওয়াগ(Vinod Sehwag) প্রতারণায় তাই স্বভাবতই বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।
একজন বিখ্যাত ব্যাক্তির পরিবারের মানুষ এই কাজ করেছেন তাই প্রশ্ন করছে সাধারণ মানুষ