Rohit Sharma: ভারতীয় দল বিশ্বকাপ জিতেছে যার নেতৃত্বে রোহিত তার ফিটনেস নিয়ে মন্তব্য প্রবীণ সাংসদের
দলে থাকার যোগ্যতা নেই ভারতীয় অধিনায়কের রোহিত কে নিয়ে মন্তব্য সৌগতর।
ওঁর তো টিমে জায়গাই পাওয়া উচিত না। কংগ্রেস নেত্রী যা বলেছেন, ঠিক বলেছেন এদিন ঠিক এই ভাষাতেই রোহিত কে বলেন তৃণমূল সাংসদ।বিশ্বকাপের থেকে এখনও পর্যন্ত এক দুই রান করেছে।দলে যথেষ্ঠ ভূমিকা নেই বলেন তৃণমূল সাংসদ।
রোহিত কে নিয়ে মন্তব্য করেছিলেন কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ তিনি মোটা বলে উল্লেখ করে ওই পোস্টে ।ভারতীয় অধিনায়কের ফিটনেস নিয়ে তিনি বলেছিলেন কি ভাবে তিনি খেলছেন, ব্যাক্তিত্ব হীন ক্যাপ্টেন বলেও মন্তব্য করেন।
সেই মন্তব্যের সমর্থনেই এবার রোহিত কে নিয়ে তৃণমূল সাংসদের আপত্তি ,সৌগত আরো বলেন বিজ্ঞাপনের মডেল হিসাবে তিনি ঠিক আছেন।অর্থাৎ আকারে ইঙ্গিতে কি রোহিত কে দলে নেওয়ার পিছনে সিলেক্টর দের উদ্দেশ্য করেছেন এই সাংসদ। রোহিত শর্মা দলে থাকা উচিত নয় এবার কংগ্রেস নেত্রীর মন্তব্য কে সমর্থন তৃণমূল সাংসদ সৌগত রায়ের rohit-sharma-should-not-be-in-the-team-tmc-mp-saugata-roy-supports-congress-leader
তিনি বলেন ফিটনেস হিসাবে বুমরা যথেষ্ঠ ভালো,তাকে ও নতুন প্লেয়ারদের রোহিত জায়গা ছেড়ে দেওয়ার বিষয়ে মত প্রকাশ করেন সৌগত।বিরাট ও রোহিত ছেড়েছেন টি টোয়েন্টি ম্যাচ খেলা।তবে ভারতীয় টিমের স্তম্ভ বিরাট ও রোহিত।
আইকনিক ব্যাটসম্যান বিরাট ও ক্যাপ্টেন হিসাবে ভক্তদের পছন্দ রোহিত ই ,ফিটনেস নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে।তবে রাজনীতিবিদদের প্রশ্নের মুখে এই প্রথম।
তবে সৌগত রায় সংবাদ সংস্থার কাছে জানিয়েছেন এটা তার ব্যাক্তিগত মতামত,রাজনীতির সাথে গুলিয়ে ফেললে ভুল হবে মত তৃণমূল সাংসদের