12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

Black Magic at Lilavati Hospital: লীলাবতী হাসপাতালের গোপন কুঠুরি তে কলসি মানুষের হাড়গোড়, কালা জাদু অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের

Black Magic at Lilavati Hospital: লীলাবতী হাসপাতালের গোপন কুঠুরি তে কলসি

Black Magic at Lilavati Hospital: হাসপাতালের গোপন কুঠুরি তে কলসি মানুষের হাড়গোড়, কালা জাদু অভিযোগ প্রাক্তন পুলিশ কর্তা ও হাসপাতালের এগজিকিউটিভ ডিরেক্টরের

মুম্বাইয়ে র বিখ্যাত হাসপাতাল ,সেই হাসপাতালেই কালা জাদু অভিযোগ । মিললো হাড়গোড় ও কলসি।মুম্বই লীলাবতী হাসপাতালের(Black Magic at Lilavati Hospital) ঘটনায় চাঞ্চল্য , যেই হসপিটালে প্রভাবশালী, ধনী ব্যাক্তিদের ,চিকিৎসা হয়।সেখানেই এই কান্ড চলছিলো।

মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে কি হচ্ছিলো।
এই বিষয়টির শুরু হয় হসপিটালের ট্রাস্টি দের বিরোধ নিয়ে।তখন যে ট্রাস্টি ও এখন যে ট্রাস্টি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে আর্থিক তছরুপের।

এই নিয়ে আদালতে মামলা যায় ,সেখানে এখনকার ট্রাস্টির অভিযোগ ১৫০০ কোটির আর্থিক তছরুপ হয় লীলাবতী হসপিটালে।

মুম্বাইয়ের ওই হসপিটালের আর্থিক তছরুপের ব্যাপারে তদন্তে নেবে হতবাক ইডি আধিকারিকরা।আর্থিক তদন্তের পাশাপাশি অভিযোগ করা হয় কালা জাদু নিয়ে।

হসপিটালের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে এই কাজ,অভিযোগ করে এখনকার ট্রাস্টির এগজিকিউটিভ ডিরেক্টর ও প্রাক্তন পুলিশ কর্তা পরম বীর সিং।

হাসপাতালের ইঞ্জিনিয়ারিং বিভাগের রুমেই চলছিলো সেই কাজ।ওই বিভাগের মেঝে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
মুম্বাইয়ের বিখ্যাত হসপিটালে কি পাওয়া গেছে।মাথার খুলি, হাড়, চুল এবং চাল ,সাথে পাওয়া গেছে কলসি ,একটি কলসি নয়। কাপড়ে আটকানো আটটি কলসি উদ্ধার হয়েছে।

এই ব্যাপারে প্রাক্তন সদস্যদের বিরুদ্ধে জারি হয়েছে তিনটি এফ আই আর।হাসপাতালের এই রকম কাজ কারবার সেখানে হাড়গোড় নিয়ে চোরাচালানের ও অভিযোগ করেছেন।ট্রাস্টের সদস্য প্রশান্ত মেহতা ।
মুম্বাইয়ের এই ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ ওঠে ,প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ।আদালতের হস্তক্ষেপে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

See also  Railway app: বদল আসছে রেলওয়ে রিজার্ভেশন তে একটি সুপার অ্যাপ

মুম্বাইয়ের লীলাবতী হসপিটালে র ট্রাস্টির এগজিকিউটিভ ডিরেক্টর ও প্রাক্তন পুলিশ কর্তা পরম বীর সিং বলেন, এই হসপিটালে বিখ্যাত ও প্রভাবশালী মানুষ চিকিৎসা র জন্য আসে।

তাই কালা জাদু(Black Magic at Lilavati Hospital) নিয়ে অভিযোগ হাসপাতালের সুনাম থাকবে না বলে জানিয়েছেন।