তৃণমূল নেতার দুয়ারে মিষ্টির প্যাকেটে কি ছিলো জানেন!!! বাড়ির দুয়ার খুলতেই বেরিয়ে আসে সত্যি ,তৃণমূল প্রধানের মা আতঙ্কিত হয় ।এই ঘটনায়
রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ ।নেতা থেকে কাউন্সিলর তাদের জীবন নিয়ে হচ্ছে ছেলেখেলা।
এই ঘটনার উদ্বিগ্নতার এবার নতুন নজির সৃষ্টি হলো দেগঙ্গায়। তৃণমূল নেতার বাড়িতে সাত সকালে মিষ্টির প্যাকেট । প্যাকেট খুলতেই তাজ্জব তৃণমূল নেতা।
দেগঙ্গার চৌরশিয়া গ্রাম পঞ্চায়েতের ( Murshidabad) তৃনমূল প্রধান (TMC) বাপ্পা মণ্ডলের দাবি ,বাড়ির সামনে সিঁড়িতে রেখে যাওয়া হয় মিষ্টির প্যাকেট । সকাল বেলায় সদর দরজা খুলে ভেবেছিলেন মজা করে রেখে গেছেন ।
বাড়ির বৃদ্ধা মহিলা প্যাকেট টি সরাতে গিয়ে ভারী দেখেন ,মিষ্টির বাক্স খুলে আতঙ্কে চিৎকার করে ওঠেন পঞ্চায়েত প্রধানের মা । প্যাকেটে ভর্তি বোমা।

তৃণমূল নেতার(TMC) বাড়িতে মিষ্টি শুভেচ্ছা ভিতরে এই রকম চমক দেখে উদ্বিঘ্ন পরিবারের মানুষ। সাত সকালে ।
দেগঙ্গার (deganga police) চৌরশিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল এই ঘটনায় অভিযোগ জানিয়েছেন পুলিশে ।
এই ঘটনায় তিনি নির্দিষ্ট ব্যাক্তির নামে অভিযোগ জানান নি।
পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যাক্তির নামে মামলা শুরু করেছে।বোমা গুলি নিষ্ক্রিয় করেছে পুলিশ।এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।প্রশাসন তদন্ত শুরু করেছে।
Leave a Reply