12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

SSC Case: ভলেন্টিয়াররি সার্ভিস দিন। আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, মুখ্যমন্ত্রী।

SAVE 20250407 133132

রাজ্যের বঞ্চিত শিক্ষকদের চাকরি বজায় থাকবে কোন পদ্ধতিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)।

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বলেন আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি।চাকরি থেকে পদত্যাগ করতে বলেনি।

SSC Scam : শিক্ষকদের স্কুলে যেতে বললেন মুখ্যমন্ত্রী

স্কুলে যান শিক্ষাব্যবস্থায় অবনয়ন হচ্ছে আপনি ভলেন্টিয়ারী সার্ভিস দিতেই পারেন।সুপ্রিম কোর্টে( Supreme Court) ২৫ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

রাজ্যের মুখ্যমন্ত্রী এস এস সি মামলায়( SSC Case) সুপ্রিম কোর্টের এই চাকরি বাতিলের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরেে( Netaji indoor Stadium) বৈঠকে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে প্রভূত অভিযোগ করেছেন।

তিনি বলেন তৎকালীন বিচারপতির নির্দেশ সম্পূর্ণ পাল্টে দিয়ে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির চাকরি বাতিলের নির্দেশ নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

নেতাজি ইন্ডোর( Netaji indoor Stadium) এর এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন জেনেশুনে কারও চাকরি খাইনি। আমি চাকরি দিয়েছি, রাজ্যের বিরোধী দল এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও নির্দেশ করে ঝাঁঝালো বক্তব্য দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বঞ্চিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন রাজ্যের তরফে আইনজীবী সুপ্রিম কোর্টে (Supreme Court)গিয়ে জিজ্ঞাসা করবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে এর উত্তর কি।

এ দিনের সভা থেকে তিনি অভিষেক মানসিংভি , রাকেশ নিবেদি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের সুপ্রিম কোর্টে এই নিয়ে পিটিশন করার নির্দেশ দেন।

এছাড়াও উপস্থিত শিক্ষকদের বলেন আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি।এদিনের বৈঠকে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ভলান্টিয়ারির সার্ভিস দেয়ার কথা। দু-তিন মাসে নিয়োগের ব্যাপারেও তিনি বলেছেন।

OBC Case Update WB : ও বি সি মামলা নিয়ে সস্তি পেলাম বিচারপতি গবই। নতুন সমীক্ষা রাজ্যের আর্জি সুপ্রিম কোর্টে

তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এস এস সি মামলায় ( SSC Case) বঞ্চিত শিক্ষকদের সভা থেকে এদিন বলেন আমি আইনজীবীদের সাথে কথা বলেই জানাচ্ছি। আপনি এখন স্কুলে যান শিক্ষা ব্যবস্থা সচল রাখুন। আইনের মাধ্যমে আমরা আপনাদের চাকরি ফিরে পান তার চেষ্টা করছি।

See also  Barasat News:কুকর্মের লজ্জায় ও অপমানেই আত্মঘাতী দাদু , নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *