SSC Case Group C allowance Chief Minister WBSSC Case : বিশেষ ভাতার ব্যাবস্থা গ্রুপ সি ,ডি কর্মীদের,শিক্ষকদের সাথে বৈঠক মুখ্যমন্ত্রীর।

রাজ্য সরকারি কর্মীদের সুপ্রিমকোর্টের নির্দেশে চাকরী বাতিল হয়েছে।শিক্ষকদের নবম , দশম শ্রেণি তে শিক্ষকতার নির্দেশ ডিসেম্বর পর্যন্ত।এই মধ্যে ভাতার ব্যাবস্থা রাজ্য সরকারের।

SSC Case: রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতার ব্যাবস্থা ঘোষণা ।

সুপ্রিম কোর্ট যাদের চাকরী ফেরাতে উদ্যোগ নেয়নি দুর্নীতির(SSC Scam) জন্য বিশেষ ভাতার ব্যাবস্থা মুখ্যমন্ত্রীর

এদিন ফোনে চাকরী প্রার্থীদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গ্রুপ সি ও গ্রুপ ডি(Group C) কর্মীদের রিভিউ পিটিশনে যাওয়া হবে বলে আশ্বাস দেন।

রাজ্যের মুখ্যসচিব এদিন বৈঠকে উপস্থিত ছিলেন।মুখ্যমন্ত্রী ফোনে চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন।তিনি শিক্ষা কর্মীদের জন্য ব্যাবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েছেন।তাদের রাজ্য সরকার নির্দেশ মানলে দায়িত্ব নেবেন বলে মুখ্যমন্ত্রী( Chief Minister WB)।

Suprime Court : SSC মামলা ২৬ হাজার চাকরি বাতিল শুনানি পিছিয়ে গেলো


শিক্ষাকর্মী বলেন আমাদের বিষয়টি না জানলে সম্মতি কি করে দেবো। মুখ্যমন্ত্রী দুটি ব্যাপার উল্লেখ করে বলেন এক রিভিউ হলে আদালত যেটি সিধান্ত নেবে দুই শিক্ষাকর্মী দের জন্য মানবিক দিক বিবেচনা করে গ্রুপ সি ২৫০০০ ও গ্রুপ ডি কর্মীদের ২০০০০ টাকা ভাতা দেওয়ার ব্যাবস্থা করবেন।
শিক্ষা দফতর কে তিনি এই ব্যাপারে যুক্ত করছেন না ।নিয়োগ দুর্নীতিতে তাদের নাম যুক্ত আছে।

Author

  • Argha Bhattacharyya

    I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

d0a32d71bac529ab981de3e68f0c7807
Web |  + posts

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

See also  Who is eligible for Banglar Awas Yojana 2024 : বিধানসভা নির্বাচনের পূর্বে মমতা অভিষেকের ঘোষণা এগারো লক্ষ পরিবার পাবে প্রকল্পের সুবিধা

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis