12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Kolkata Police : খাদ্য ভবনে পুলিশ কর্মীর বুকেই গুলি মাঝরাতে তোলপাড় গোটা খাদ্য ভবন

 খাদ্য ভবনে পুলিশ কর্মীর বুকে গুলি, আত্মহত্যা না পরিকল্পিত বিস্তারিত প্রতিবেদন

বড়দিনের মাঝ রাতে যখন সবাই পার্টি করতে ব্যস্ত তখন হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠলো খাদ্য ভবন। ব্যারাক থেকে ডিউটিতে যাওয়ার সময় নিজের সার্ভিস রিভলবার থেকে নিজের বুকে গুলি করলেন এক পুলিশ কর্মী। 

                                        

খাদ্য ভবন
খাদ্যভবনে চললো গুলি

তবে ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ পেয়েছে। ওই পুলিশকর্মী সহকর্মীরা তাকে হঠাৎ দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায়।

তিনি নিজের সার্ভিস রিভার থেকে গুলি করেছিলেন নাকি অন্য কোন রহস্য উন্মোচন সেটাই প্রশ্ন দেখা দিচ্ছে।

খাদ্য ভবনের পুলিশ ভাইরাক থেকে এদিন ডিউটি করতে আছেন রাত দশটা থেকে ১১ টার মধ্যে ওই পুলিশ কর্মী। সেই সময় হঠাৎ এইগুলির শব্দ পাওয়া যায় । রিজার্ভ ফোর্সের ওই কর্মী তার নিজস্ব সার্ভিস লিভার থেকে বুকে গুলি চালিয়েছেন প্রাথমিকভাবে এটাই মনে করা হচ্ছে।

তবে কোন পূর্বপরিকল্পিত হত্যা কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ২৪ তারিখ ওই পুলিশকর্মী ডিউটিতে ফেরেন। নিজের সার্ভিস রিভেলবার ইস্যু করান ওই পুলিশ কর্মী।

সিক্স চেম্বার রিভাল বার্থ থেকে কেবলমাত্র একটি গুলি চালানো হয়েছে। নদীয়ার হরিণঘাটায় পুলিশকর্মীর বাড়ি। পারিবারিক অশান্তির ব্যাপারটিকেও এড়িয়ে যাচ্ছে না পুলিশ।বাড়ি থেকেই বেশিরভাগ যাতায়াত করতেন ওই পুলিশ কর্মী।

সার্ভিস রিভলবার থেকে কেবলমাত্র একটি গুলি চালানো হয়েছে। এখানেই দানা বাঁধছে সন্দেহ। পুলিশ তদন্ত চালু করেছে।

See also  West Bengal Recruitment Scam: চাকরিপ্রার্থীদের নিয়োগ আটকে দিতে বলেন অভিষেক , কাকুর কল রেকর্ড সি বি আই এর কাছে