aerospace engineering iit bombay : আই আই টি বাবা মহাকুম্ভে যে বিখ্যাত এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার দেখা মিলেছিলো সেই বিখ্যাত বাবা এবার ভারত পাকিস্থান চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি রেজাল্ট হবে প্রেডিকশন করেছেন।
আইআইটি বাবা বিখ্যাত এই বাবা এখন তার প্রেডিকশন নিয়ে চর্চায় আছেন।তিনি জানাচ্ছেন যে ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে তিনি ইন্ডিয়া দলের পরাজয় হবে বলছেন।এই নিয়ে সোশ্যাল মিডিয়া দ্বিধা বিভক্ত এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রল হতে হয়েছে।জনপ্রিয় হওয়ার জন্যই তিনি বলছেন এমন ও বলছেন মানুষ
এই আই আই টি বাবা কে তিনি হলেন একজন আই আই টি ছাত্র
প্রাক্তন মহাকাশ প্রকৌশলী আধ্যাত্মিকতার জন্য কানাডায় লাভজনক কেরিয়ার ছেড়ে এসেছেন ,মহকুম্ভে তিনি সংবাদ মাধ্যমে তিনি জানান তার শিক্ষাগত যোগ্যতা ।
তিনি বোম্বে আই আই টি থেকে এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ডিগ্রি পান(aerospace engineering pass bombay iit)। হরিয়ানার এই আই আই টি বাবা আসল নাম অভয় সিং।
তিনি কভিডের সময় তার কর্মস্থল থেকে পেশা থেকে অব্যাহতি নিয়ে আধ্যাত্মিকতার জন্য বের হয়ে বিভিন্ন তীর্থ ক্ষেত্র পরিভ্রমণ করেছেন।
এই নিয়ে পরিবারে প্রাথমিক সম্মতি জানায় ,করণ সিং তার বাবা তার মানুষিক সাস্থ্য নিয়েও প্রশ্ন করে।
তিনি পুলিশের সাথে যোগাযোগ করে,এখন এই অভয় সিং ওরফে আই আই টি বাবার লাইফস্টাইল তার পরিবার ও মেনে নিয়েছে।
আই আই টি বাবা এদিন একটি অনুষ্ঠানে বলেন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্থানের বিরুদ্ধে জিততে পারবে না,বিরাট কোহলি যেই হোক বলে দিন ,ভগবান না মানুষ বড়ো ,এই প্রেডিকশন তিনি করেছেন।
এখন দেখার বিষয়ে তার এই প্রেডিকশন ভারত পাকিস্তান ম্যাচের ফলাফলে প্রভাব সৃষ্টি করবে কি না। সেটি ম্যাচে মাঠে লড়াইয়ের মাধ্যমেই জানা যাবে,বলছে ভারতীয় দর্শক।