Increase Doctors Salaries in West BengalIncrease Doctors Salaries in West Bengal

Increase Doctors Salaries : পশ্চিমবঙ্গের সকল সরকারী চিকিৎসকদের বেতন বৃদ্ধির ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি ডাক্তারদের সাথে মিটিংয়ে নিলেন এই সিধান্ত। বেতন কাঠামো আসছে পরিবর্তন।

রাজ্যের সরকারি চিকিৎসকদের সাথে ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশন’- এর আয়োজন হয়। রাজ্যের সাস্থ্য কাঠামো অসুবিধা ও সমাধানের উদ্দেশ্য এদিন মিটিংয়ের আয়োজন হয়।

সেখানে তিনি রাজ্যের ডাক্তারদের বলেন বিদেশে যাবেন না । রাজ্যে মানুষের সেবার জন্য বলেন মুখ্যমন্ত্রী ।এদিন সেলাইন কাণ্ডের বিষয়ে ডাক্তারের ও বিধলেন মুখ্যমন্ত্রী,তাদের ও গাফিলতি ছিলো তিনি বলেন।

তবে তিনি আরজি কর ঘটনার ডাক্তারদের প্রতি এদিন সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন।তিনি সাসপেনশন প্রত্যাহার করেছেন জুনিয়র ডক্টরদের।

এদিন তিনি বলেন বি ডি ও দের মতো ভাতা দিতে পারবো না তবে আমি ১৫ দিনের বাড়াব।সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বৃদ্ধি হয়ে 15000 টাকা হলো।

Doctors Salaries Increase : পশ্চিমবঙ্গের ডাক্তারদের বর্ধিত বেতন হলো

সিনিয়র ডিপ্লোমা চিকিৎসক : বেতন ছিলো 65 হাজার বৃদ্ধি হয়ে এখন ৮০ হাজার টাকা।

সিনিয়র ডিগ্রি চিকিৎসক : বেতন ছিলো 70 হাজার বৃদ্ধি হয়ে 85 হাজার টাকা হলো।

পিডিটি এস আর-দের : বেতন ছিলো 75 হাজার টাকা নতুন বেতন হলো 1 লক্ষ টাকা।

এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বেতন বৃদ্ধির পাশাপাশি রাজ্যের সাস্থ্য পরিকাঠামোয় সেবা প্রদানের দিকটি সতর্ক দৃষ্টিি রাখতে নির্দেশ দেন।

এই মিটিং মুখ্যমন্ত্রী আরজি কর ঘটনার পরে বেতন বৃদ্ধির মাধ্যমে ডাক্তারদের মন জয় করতে চেষ্টা করছেন ,বলছে রাজ্যের বিরোধী দলগুলি।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *