12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Bihar News : স্কুলের মধ্যে পাঁচ বছরের এর নাবালকের ব্যাগ বন্দুক ,সেই বন্দুক থেকে গুলি করে ক্লাস থ্রি-এর একটি ছাত্রকে

 Bihar News : স্কুলের মধ্যে পাঁচ বছরের এর নাবালকের ব্যাগ বন্দুক ,সেই বন্দুক থেকে গুলি চলে ,সেই গুলিতে গুরুতরভাবে জখম ক্লাস থ্রি-এর ওই ছাত্র।

                                  

Bihar News : স্কুলের মধ্যে পাঁচ বছরের এর নাবালকের ব্যাগ বন্দুক ,সেই বন্দুক থেকে গুলি  করে ক্লাস থ্রি-এর একটি ছাত্রকে


এই ঘটনা ঘটেছে বিহারে। সেখানে স্কুলের মধ্যে নাবালক বন্দুক নিয়ে আসে ,আসল উদ্দেশ্য ছিলো দশ বছরের বালকের সঙ্গে বচসা। সেই ঘটনায় গুলি চালায় ক্লাসের মধ্যে পাঁচ বছরের ওই স্কুল ছাত্র লক্ষ্য ভৃষ্ট হয়ে সেই গুলি লাগে ক্লাস থ্রি-এর ওই ছাত্র কে,জখম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে চিকিৎসা চলছে।

বিহারের (Bihar) সুপৌল জেলার সেন্ট জন্স বোর্ডিং স্কুলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।ওই পাঁচ বছরের এর নাবালকের কাছে বন্দুক এলো কি ভাবে,তাকে বন্দুক কে দিয়েছে সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে।

a-five-year-old-minor-shot-a-gun-and-injured-a-class-three-student-at-st-johns-boarding-school-in-bihars-sapoul-district

ক্লাস থ্রি-এর ওই ছাত্র বয়ান তার সঙ্গে কোনো বচসা ছিলো না ওই পাঁচ বছরের এর নাবালকের।এদিন স্কুল চলছিলো হঠাৎ ব্যাগের থেকে বন্দুক বের করে গুলি চালিয়ে দেয় ওই ছাত্র । ক্লাস থ্রি-এর ওই ছাত্র তার হাতে গুলি লেগেছে।

এই বিষয়ে ওই স্কুলে ছাত্রদের অভিভাবকদের মধ্যে ভয় বিরাজ করছে।এই বিষয়ে স্কুলের শিক্ষকদের বক্তব্য আমাদের মধ্যে এই বিষয় নিয়ে উদ্বিগ্নতা সৃষ্টি হয়েছে।ওই ছাত্র বন্দুক থেকে গুলি চালাবে ভাবতে পারছি না।

এখন থেকে স্কুলে , আসা  ছাত্রদের ব্যাগ পরীক্ষা করে তবে ক্লাসে ঢুকতে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষকেরা।


See also  Voter id link with aadhar card : কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে।