SSC Tented Candidate list : শুধুই কি যোগ্য অযোগ্য দের তালিকা , আইনি পরামর্শ বিকালেই নির্দিষ্ট তালিকা এস এস সি সাইটে আপলোড ।
রাজ্যের শিক্ষা দুর্নীতি(Recruitment Scam) চাকরী গিয়েছে ২৬০০০ জন শিক্ষকের ।এমত অবস্থায় শিক্ষা দফতর ও স্কুল সার্ভিস কমিশন বিপাকে।
স্কুল শিক্ষা দফতরের(West Bengal Education Department) তরফে লিস্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছিলো রাজ্যের শিক্ষা দফতরের কাছে। সেই তালিকা আয়ব প্রকাশ করতে চলেছে এস এস সি । ডিপার্টমেন্ট
এখানে সৃষ্টি হয়েছে জটিলতার শুধু মাত্র তালিকা ,২৫ লক্ষ omr প্রকাশ হচ্ছে না । এটাই সূত্র জানিয়েছে।তালিকা শুধু যোগ্য প্রার্থীদের প্রকাশ করছে এস এস সি ,একই সাথে যোগ্যদের তালিকা প্রকাশ দাবি নিয়ে এস এস সি দফতরে অভিযানে ‘যোগ্য’ অধিকার ম ঞ্চ
আইনজীবীদের মতামত নিয়ে দুপুর ২:৩৬ নাগাদ সাংবাদিক সম্মেলন করে এস এস সি ও স্কুল শিক্ষা দফতর জানিয়ে দেবে ঠিক কি তালিকা অর্থাৎ যোগ্যদের না অযোগ্য দের তালিকা প্রকাশ হতে পারে।
এদিন চিনহিত অযোগ্যদের বেতন ফেরতের মামলায় কোলকাতা হাইকোর্ট জানিয়েছে SSC-র ওয়েবসাইটে OMR শিট আপলোডের নির্দেশ সেটি ঠিক হলে তবেই সিধান্ত।
বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ এদিন CBI কাছে জানতে চেয়েছে নিয়োগে দুর্নীতি যে চারটি বিভাগে তদন্তের নির্দেশ আদালত দিয়েছিলো সেটি ব্যাপারে।
এই নিয়ে সিবিআই এখনও তদন্ত শেষ করতে পারেনি বলে জানিয়েছে ।সিবিআই কে আদালত দশ দিনের তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে ।
আদালত এই ব্যাপারে পরশু শুনানি হবে বলে জানিয়েছে।এদিন চাকরী বাতিল যোগ্য শিক্ষকদের বিক্ষোভ দেখতে পাওয়া গেছে।SSC ভবন চলো(SSC Tented Candidate list) অভিযানে যোগ দেয় অশিক্ষক কর্মীদের প্রার্থীরা ।২০১৬ সালের SSC পরীক্ষার OMR মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছে ।