SSC Case : স্কুল সার্ভিস কমিশনের বাইরে ব্যাপক বিক্ষোভ শিক্ষকদের।এস এস সি চেয়ারম্যানের পদত্যাগ দাবি ।
শিক্ষকদের বক্তব্য আচার্য সদনের বাইরে তা দের অপেক্ষা করতে বলে এখন প্রতারণা করছে কমিশন।
first-to-third-counsiling-are-valid-ssc-case-west-bengal-tented-teacher-protest-outside-office
প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং বৈধ হলে বাকিদের ক্ষেত্রে কি সিধান্ত পরিষ্কার করে জানায় নি নএস এস সি ।
তাদের দাবি অবিলম্বে যোগ্য শিক্ষকদের (SSC Tented Candidate) ২৬০০০ omr কপি প্রকাশ করতে হবে।বিক্ষোভে সামিল শিক্ষকদের সামাল দিতে ব্যাপক বাহিনী মোতায়েন এস এস সি ভবনের বাইরে।
তাদের বক্তব্য দাড়িভিট কাণ্ড ও ২০১৯ সালের নির্বাচন দেখিয়ে এখন ললিপপ দিতে চাইছে স্কুল শিক্ষা দফতর।তৃতীয় কাউন্সিলিং অবধি বৈধ হলে বাকিদের ক্ষেত্রে অবৈধ কি করে জানতে পারছে এস এস সি ।
এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল আচার্য সদন, বাড়তি বাহিনী মোতায়েন হয়েছে শিক্ষকদের নিয়ন্ত্রণে। এর আগে শিক্ষদের উপর লাঠি চার্জের নিন্দায় সরব হয় শিক্ষা মহল।
এদিন পরিস্থিতি সামাল দিতে ধৈর্য নিয়ে পুলিশ মোতায়েন ।
কমিশন একবারও বলেনি প্রথম থেকে তৃতীয় লিস্ট বৈধ ।এখন নতুন বাহানা কমিশনের।শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন