12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips
IMG 20250421 194901

SSC Case : স্কুল সার্ভিস কমিশনের বাইরে ব্যাপক বিক্ষোভ শিক্ষকদের।এস এস সি চেয়ারম্যানের পদত্যাগ দাবি ।

শিক্ষকদের বক্তব্য আচার্য সদনের বাইরে তা দের অপেক্ষা করতে বলে এখন প্রতারণা করছে কমিশন।

first-to-third-counsiling-are-valid-ssc-case-west-bengal-tented-teacher-protest-outside-office

প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং বৈধ হলে বাকিদের ক্ষেত্রে কি সিধান্ত পরিষ্কার করে জানায় নি নএস এস সি ।

 

তাদের দাবি অবিলম্বে যোগ্য শিক্ষকদের (SSC Tented Candidate) ২৬০০০ omr কপি প্রকাশ করতে হবে।বিক্ষোভে সামিল শিক্ষকদের সামাল দিতে ব্যাপক বাহিনী মোতায়েন এস এস সি ভবনের বাইরে।

See also  SSC Tented Candidate list : প্রকাশিত হচ্ছে কাদের তালিকা!!! কি জানালো স্কুল শিক্ষা দফতর

তাদের বক্তব্য দাড়িভিট কাণ্ড ও ২০১৯ সালের নির্বাচন দেখিয়ে এখন ললিপপ দিতে চাইছে স্কুল শিক্ষা দফতর।তৃতীয় কাউন্সিলিং অবধি বৈধ হলে বাকিদের ক্ষেত্রে অবৈধ কি করে জানতে পারছে এস এস সি ।

See also  SSC Case: ভলেন্টিয়াররি সার্ভিস দিন। আপনাদের তো কেউ স্কুলে যেতে বারণ করেনি, মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে বিক্ষোভে উত্তাল আচার্য সদন, বাড়তি বাহিনী মোতায়েন হয়েছে শিক্ষকদের নিয়ন্ত্রণে। এর আগে শিক্ষদের উপর লাঠি চার্জের নিন্দায় সরব হয় শিক্ষা মহল।

এদিন পরিস্থিতি সামাল দিতে ধৈর্য নিয়ে পুলিশ মোতায়েন ।

কমিশন একবারও বলেনি প্রথম থেকে তৃতীয় লিস্ট বৈধ ।এখন নতুন বাহানা কমিশনের।শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis