12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

Union budget 2024 : কর্মসংস্থান সৃষ্টি করলে ই পি এফ ও তে বিশেষ ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

 Union budget 2024 : কর্মসংস্থান জন্য বাজেটে নতুন ঘোষণা অর্থমন্ত্রীর । ই পি এফ ও তে বিশেষ ছাড়ের ঘোষণা। 

  প্রথম বার চাকরিতে ঢুকলেই কেন্দ্রীয় সরকার  একমাসের বেতন দেবে।  এই টাকা তিনটি ইনস্টালমেন্টে পাওয়া যাবে।               

Union budget 2024 : কর্মসংস্থান সৃষ্টি করলে ই পি এফ ও তে বিশেষ ছাড়ের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

Employment Linked Incentive scheme 2024: কেন্দ্রীয় অর্থমন্ত্রী এই ঘোষণায় কর্মসংস্থান বৃদ্ধির দিকে জোর দেওয়া হয়েছে।
🛑 প্রকল্পের শুরুতেই এক মাসের বেতন সরাসরি দেয়া হবে
🛑 ইপিএফ তে নাম অনুমোদিত হলে 15 হাজার টাকা পর্যন্ত কিস্তি মিলবে
🛑 দ্বিতীয় প্রকল্পের সুবিধা নব নিযুক্ত কর্মী ও নিয়োগ কারী , উৎপাদন ক্ষেত্রে ইতিহাস ও টাকা চার বছর সরকারি দেবে।
🛑 সংস্থা যদি অতিরিক্ত কর্মী নিয়োগ করে প্রথম দুই  বছরে ইপিএফ ও বাবদ যে তিন হাজার টাকা তা সরকার ফিরিয়ে দেবে
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটে কর্মসংস্থানের উপর জোর দেয়া হয়েছে। EPFO আওতায় যারা আসবেন পনেরো হাজার টাকা পর্যন্ত সরাসরি কিস্তিতে তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। মাসে এক লক্ষ বেতনের চাকরিজীবী দের জন্যই এই সুবিধা । এতে দেশের তিন , লক্ষ যুবক যুবতী উপকৃত হবে।
উৎপাদন ক্ষেত্রে প্রথমবার চাকরিতে যোগ দিলে ইনসেন্টিভ দেবে কেন্দ্র। এক্ষেত্রে নিয়োগকারি সংস্থা এবং ব্যাক্তি EPFO র টাকা প্রথম চার বছরের জন্য প্রদান করবে কেন্দ্রীয় সরকার। এতে প্রায় তেত্রিশ লক্ষ যুবক যুবতী উপকৃত হবে।
মহিলাদের ক্ষমতায়নের বিশেষ জোর দেওয়া হয়েছে।মহিলারা জায়গা কিনলে রেজিস্ট্রি তে বিশেষ ছাড়ের বন্দোবস্ত ।
বাজেটে অন্ধ্রপ্রদেশ বিহারে বিশেষ নজর ব্রাত্য বাংলা
দাম কমেছে সোনা, রূপো, মোবাইল ফোন, সোলার প্যানেল,লিথিয়াম ব্যাটারি ,সাধারণ মানুষের সস্তি দিতে কমেছে ক্যানসারের ওষুধের জন্য আমদানি শুল্ক।
See also  Indian law divorce : প্রফেসর স্ত্রী চাইলেন ভরণ পোষণ ,শীর্ষ আদালত কি নির্দেশ দিলো