12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

 স্কুল চলছিলো রোজ দিনের মতো, বাইরে বৃষ্টি হচ্ছিলো সেই মুহুর্তে পড়লো বজ্র ঘটনা ডোমকলে ভোগীরিথপুর বিদ্যালয়ের  ঘটনা।

                                 

স্কুল চলছিলো সেই মুহুর্তে পড়লো বজ্র ঘটনা ডোমকলে ভোগীরিথপুর বিদ্যালয়ের

  lightning-struck-at-the-time-of-school-domkol-bhogirithpur-school-twenty-seven-students-were-traumatize

এদিন মুর্শিদাবাদের ভোগীরিথপুর বিদ্যালয়ে ক্লাস চলছিলো ,দুপুরের দিকে মেঘে ছেয়ে যায়, আকাশ।দীর্ঘদিন তাপ প্রবাহ চলছিলো বৃষ্টি শুরু হতে সস্তি পেয়েছিলো মুর্শিদাবাদের মানুষ জন।

এদিন স্কুল চলছিলো সেই সময় পাশের একটি গাছে বিকট শব্দে পড়লো বজ্র ,সেই মুহূর্তে ক্লাসে বসে থাকা ছাত্র ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ,ওই আওয়াজে অসুস্থ হয়ে পড়ে প্রায় সাতাশ জন ছাত্র ছাত্রী।

স্কুলের শিক্ষকরা বুঝে উঠতে পারছিলেন না ,এই বিকট আওয়াজের পরে তারাও বুঝে উঠতে পারে না। তারপর, তড়িঘড়ি ওই ছাত্র ছাত্রীদের ডোমকল সুপার স্পেশালিটি  হসপিটালে নিয়ে যাওয়া হয়।

       

তাদের মধ্যে আতঙ্ক ছিলো ।এই ঘটনায় বড়ো ,দুর্ঘটনা ঘটেনি ।

এই ঘটনার পরেই সেখানে পৌঁছান ডোমকল , থানার আই সি পার্থসারথি মজুমদার।সেখানে এস ডি পি ও,জেলাশাসক পৌঁছান। স্কুলের টিচার ইন চার্জ এই ঘটনা বলতে গিয়ে তিনিও আতঙ্কিত হয়ে গেছেন।

প্রাকৃতিক ঝড় বৃষ্টির  ঘটনায় মানুষের করণীয় সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়া।এই ঘটনা পরে অভিভাবক রা ঘটনাস্থলে আসেন উদ্বিঘ্ন তারাও।প্রশাসন সকল প্রকার সাহায্য করছে।

See also  Mamta Bandhopadhyay : স্পেস সাইন্স নিয়ে আমার পড়াশোনা আছে বিধানসভায় বললেন মমতা

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis