Upper Primary Counciling : উচ্চ প্রাথমিকের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি

Upper Primary Counciling : উচ্চ প্রাথমিকের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি

SSC Upper Primary Counciling : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর এবারএসএসসি উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং(Upper Primary Counciling ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

স্কুল শিক্ষা দফতর এর আগে প্রকাশ করেছে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা।এইবার Upper Primary Counciling : উচ্চ প্রাথমিকের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি

এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে চাকরিপ্রার্থীরা ১ অক্টোবর থেকে কাউন্সেলিংয়ের জন্য চিঠি ডাউনলোড কর বেন উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থী তাদের কাউন্সিলিং হবে হবে ৩ ও ৪ অক্টোবর।স্কুল শিক্ষা দফতরে জানানো হয়েছে কাউন্সিলিং হবে দুশো বেশি সফল চাকরিপ্রার্থী

রাজ্যের নিয়োগ মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় নতুন করে মেধাতালিকা প্রকাশ মাধ্যমে সচ্ছতা বজায় রাখতে হবে। নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে চোদ্দ হাজার স্কুল শিক্ষা দফতর

উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা হাইকোর্ট থেকে পৌঁছায় সুপ্রিমকোর্টে,সাত বছর চলতে থাকে মামলা, কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের জন্য সস্তি র খবর। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে www.westbengalssc.com ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে।

মেধাতালিাকা প্রকাশের এক মাস মধ্যে কাউন্সিলিং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন পাঁচ পর্যায় হবে, আচার্য সদনে সকাল সাড়ে ১০ তয় কাউন্সিলিং শুরু হবে।আদালত সময় নির্ধারিত করেছেন২৩ অক্টোবর

প্রকাশের এক মাস মধ্যে কাউন্সিলিং বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন পাঁচ পর্যায় হবে, আচার্য সদনে সকাল সাড়ে ১০ তয় কাউন্সিলিং শুরু হবে।আদালত সময় নির্ধারিত করেছে
২৩ অক্টোবর ৩ ও ৪ অক্টোবর কাউন্সোলিংয়ের দিন ধার্য করেছে এসএসসি

See also  OBC Case Update WB : ও বি সি মামলা নিয়ে সস্তি পেলাম বিচারপতি গবই। নতুন সমীক্ষা রাজ্যের আর্জি সুপ্রিম কোর্টে ।