Acharya Sanjay Chakraborty : বাঙালি সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ
Acharya Sanjay Chakraborty : বিখ্যাত বাঙালী সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে যৌণ হেনস্থার অভিযোগ, তিনি বিখ্যাত বাঙালি প্রথিতযশা শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী (ajay chakraborty) র ভাই হয়।
এই সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগ নাবালিকা মহিলা কে সঙ্গীত শিক্ষার নামে যৌণ হেনস্থা র ।
এই শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী সরকারি পুরষ্কার ও পেয়েছেন সঙ্গীত শিক্ষক (music teacher ) প্রিন্স বখতিয়ার শাহ রোডের প্রাণ সঙ্গীত অ্যাকাডেমিতে যৌণ হেনস্থা করেন।
এই সঙ্গীত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের নাবালিকাকে একাধিকবার যৌণ হেনস্থার চেষ্টা করেন আচার্য সঞ্জয় চক্রবর্তী (Acharya Sanjay Chakraborty) চারু মার্কেট থানায় অভিযোগ হয় ।
তিনি এই বিষয়ে সতর্ক হয়ে মুম্বাইয়ের একটি জায়গায় লুকিয়ে থাকেন। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) ঘনিষ্ঠ গায়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তিনি সাম্প্রতিক একটি বাংলা গানে( recent bengali songs) ওই বাঙালি সঙ্গীত শিল্পীর গান গেয়েছেন ।তবে ওই সঙ্গীত শিল্পী এই বিষয় কিছু জানতেন না জানিয়েছেন ।
বিখ্যাত বাঙালি সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি ভাই হয় । এই নিয়ে অজয় চক্রবর্তী (ajay chakraborty) কোনো প্রতিক্রিয়া দেয়নি।
-
ভয়াবহ দুর্ঘটনার মুখে অক্ষয় কুমার? রাস্তায় গাড়ি উল্টে বিপত্তি, কেমন আছেন বলিউড তারকা?
বলিউড তারকা অক্ষয় কুমারকে ঘিরে শনিবার রাতে ছড়ায় চাঞ্চল্যকর খবর। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় উলটে যায় একটি মার্সেডিজ গাড়ি , দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়, এমন দৃশ্য সামনে আসতেই উদ্বেগ ছড়িয়ে … Read More
-
I-PAC vs ED:মুখ্যমন্ত্রীর তল্লাশি তে বাধা ” খুবই বিরল পরিস্থিতি, বিচারপতি মিশ্র”
I-PAC vs ED: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ED এর তল্লাশিতে বাধা দেওয়ার মামলায় সুপ্রিমকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। এদিনের সাওয়ালে কি উঠে আসলো মুখ্যমন্ত্রী তল্লাশিতে বাধা দিচ্ছেন নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ … Read More
-
ED Raid IPAC Office:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার হাইকোর্টে অভিযোগ ইডির
আইপ্যাক এর অফিস থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সরাসরি এবার হাইকোর্টে গেল ইডি সম্মুখ সমরের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদের অপব্যবহার করছেন এমনটাই অভিযোগ নিয়ে হাইকোর্টে … Read More
আলিপুর বিশেষ পকসো আদালতে এই বাঙালি সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী কে হেফাজতে নিয়ে (Acharya Sanjay Chakraborty) মামলা শুরু হয়েছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news



