Boeing 787-8 Crash: বোয়িং এর তরফে মানা হয়নি নিয়ম! পার্টস এ ত্রুটি ছিলো!!
Ahmedabad Plane Crash : যাত্রী নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল বিমান বন্দর থেকে লন্ডনে যাত্রার সময় মাটিতে আছড় পড়লো Boeing 787-8 ফ্লাইট।
বিমানের ত্রুটি নিয়ে উঠছে প্রশ্ন
উন্নত প্রযুক্তির মার্কিন বিমানের এই রকম পারফরমেন্স কি কারণে। বিমানের নির্মাণে কি গলদ ছিলো? যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে সেটি এগারো বছর সার্ভিস দিচ্ছিলো। না কি দ্রুত বেশি উড়ান পরিচালনার ফলেই এই দুর্ঘটনা?
বোয়িং সংস্থার দুর্নীতির ইতিহাস আপনাকে অবাক করবে
আমেরিকার এই বিমান সংস্থা নানা রকম বিমান তৈরি করে থাকে। বাণিজ্যিক জেটলাইনার, বিজনেস জেটস, ফ্রেইটার এবং সামরিক বিমান। এই সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯১৬-তে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল, ওয়াশিংটনে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন
Economic Times-এর একটি তথ্য সন্ধানী প্রতিবেদনে উঠে এসেছিলো বোয়িং এর দুর্নীতির তত্ব। প্রতিবেদনে বলা হয়েছিলো মাল্টিপল ফ্ল্যাপ (বিমানের ডানা), হাইড্রোলিক ইত্যাদি পার্টসে ত্রুটি বিচ্যুতি দেখা গিয়েছিলো। ড্রিমলাইনার সিরিজের এই ত্রুটি থাকায় এই বছরের শুরুতেই ২৫টি বিমানের অর্ডার ক্যান্সেল হয়।
এছাড়াও বিমানের বিভিন্ন পার্টস খুলে যাওয়া, উড্ডয়নের সংকট ইত্যাদি পরিলক্ষিত হয় বেসরকারি এই সংস্থার তৈরি বিমানগুলোতে।
Boeing এর বিরুদ্ধে আর কি অভিযোগ আছে?
Boeing 787-8 Dreamliner এর মুখ্য বৈশিষ্ট্য হলো এগুলি ফুয়েল-এফিসিয়েন্ট। দূরপাল্লার বিমান পরিবহনে বিশালাকার এই বিমানগুলির সুনাম আছে। তবে সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করে সংস্থার ইঞ্জিনিয়াররা।
Sam Salehpour এর বিস্ফোরক বিবৃতি
তাদের অভিযোগ ছিলো, বিমানের একত্রীকরণ (assembling)-এ ব্যাপক সমস্যা দেখা যায়। উড়ানের পরীক্ষামূলক প্রয়োগে এই ত্রুটি ইঞ্জিনিয়ারদের সামনে আসে বিগত বছরেই।

স্যাম স্যালেপোর নামে সংস্থার কোয়ালিটি ইঞ্জিনিয়ার এই ত্রুটি নিয়ে প্রশ্ন করার ফলে তাকে বদলি হতে হয়। Boeing সংস্থার তরফে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।
BBC-র এক প্রতিবেদনে স্যাম বলেন –
“বিমানের এই ত্রুটি তিনি দেখেও চুপ করে থাকতে নির্দেশ দেওয়া হয়েছিলো। তিনি বলেন, এখনই এই নিয়ে কথা না বললে, বাণিজ্যিক বিমান সরবরাহে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল।”
স্যাম স্যালেপোর নামে সংস্থার কোয়ালিটি ইঞ্জিনিয়ার এই ত্রুটি নিয়ে প্রশ্ন করার ফলে তাকে বদলি হতে হয়।Boeing সংস্থার তরফে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়।
FAA তদন্তে নামলো
তার যুক্তির বিরুদ্ধে সংস্থার তরফে জানানো হয়েছিলো “এটি একটি মিথ্যা বক্তব্য ” , যুক্তরাষ্টের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর তরফে স্যাম স্যালেপোর অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি তৈরি হয়েছিলো।
অ্যাটর্নির তরফে বিমানগুলো দ্রুত বাজারে ছাড়ার কথা বলা হলেও, স্যাম স্যালেপোর প্রতিবেদনে তা নিয়ে সতর্ক করা হয়েছিলো।
রিচার্ড কিউভাস সংস্থার আরেকটি ইঞ্জিনিয়ার তিনি এই সংস্থার 787 এর বিরুদ্ধে অভিযোগ করে।কিন্তু Boeing সংস্থার লক্ষ্য ছিলো মুনাফা লোটা।March 2024 রিচার্ড কিউভাস কে বরখাস্ত করে দেওয়া হয়।
ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন
Boeing 787-8 flight গুলি নিয়ে একগুচ্ছ অভিযোগ থাকলেও কি Air India বা বাইরের সংস্থাগুলিকে এই ত্রুটি লুকিয়ে বিক্রি করা হয়েছিলো?এই Plane Crash নিয়ে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) একটি দল ভারতে আসবে পর্যবেক্ষণের উদ্দেশ্য
এই মুহূর্তে প্রশ্ন উঠেছে:
ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (DGCA) কি যথাযথভাবে পরীক্ষা না করেই এই বিমানগুলিকে পরিষেবায় ছাড়পত্র দিয়েছিলো?

ডবল ইঞ্জিন ফেলিওর এবং তদন্ত
Ahmedabad Plane Crash ঘটনায় এখন ডবল ইঞ্জিন ফেলিওর এর যুক্তি সামনে আসছে। এখানেই স্যাম স্যালেপোর ও তার সহকর্মীদের অভিযোগের গুরুত্ব জোরালো হয়ে উঠছে।
DGCA তদন্তে আশ্বাস দিয়েছে
Air India এবং DGCA এই ঘটনার সমগ্র তদন্তের আশ্বাস দিয়েছে। প্রশ্ন উঠছে—
বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি অথবা নির্দিষ্ট পার্টসগুলি assembling না করে কি করে পরিচালনার ছাড়পত্র পাওয়া সম্ভব?
এই দুর্ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, বরং বিমান নির্মাতা সংস্থার স্বচ্ছতা, মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার গুরুত্ব নিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিল।

12NewsWorld Desk Report is the official editorial team of 12NewsWorld.com, bringing you timely, accurate, and unbiased news from West Bengal, India, and around the world. Our desk compiles, verifies, and delivers news
Committed to journalistic integrity and quality reporting, the 12NewsWorld Desk ensures every story meets our standards for accuracy, clarity, and relevance. We aim to keep readers informed, engaged, and empowered with the latest developments, insights, and in-depth coverage.
Written by 12NewsWorld Desk Report
