Air India Plane Emergency Landing | দিল্লিগামী এয়ার ইন্ডিয়া প্লেনের ফের বিপত্তি।জরুরি অবতরণ
Air India Plane Emergency Landing ফ্লাইটেই আছে বোমা জরুরি সূচনা ককপিট থেকে।
Boeing 787-8 বিমানের আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার Air India র আরেকটি প্লেনে বিপত্তি ।
মাঝ আকাশে পাক খেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের | ফুকেট থেকে দিল্লি আসছিলো ফ্লাইটি
Phuket International Airport থেকে দিল্লির উদ্দেশ্যে ১৫৬ জন যাত্রীকে নিয়ে উড়ান দেয় বিমানটি। মাঝ আকাশে হঠাৎই “বোম আছে ফ্লাইটে” — এই হুমকি আসে। ফ্লাইট অ্যাটেনডেন্ট শীঘ্রই সেই বার্তা পৌঁছে দেন পাইলটকে।
ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইটটি সকাল ৯:৩০ মিনিটে উড়ান দেয়। এই বোম থাকার হুমকি পাওয়ার পরে, প্লেনটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) এর সমন্বয়ে তা দ্রুত স্থির হয়।
রয়টার্সকে পাইলট জানিয়েছেন, জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় যখন বিমানটি আন্দামান সাগরের কাছাকাছি অবস্থান করছিলো। নিরাপত্তার স্বার্থে দ্রুত ল্যান্ডিং করানো হয়।
কোথায় জরুরি অবতরণ?
Air India Plane Emergency Landing করে থাইল্যান্ডের একটি দ্বীপপুঞ্জে। স্থানীয় সময় অনুযায়ী, সকাল ১০:৫০ নাগাদ বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সঙ্গে সঙ্গে প্লেন ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সকল যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
অতিরিক্ত সতর্কতা
এই ঘটনা ঘটার ফলে প্লেনটির সমস্ত কার্গো এবং যাত্রী ব্যাগেজ তল্লাশি করা হয়েছে। স্থানীয় এভিয়েশন অথরিটি ও ভারতীয় দূতাবাসের তরফে তদন্ত শুরু হয়েছে। ফ্লাইটে বোমের হুমকির উৎস এখনো শনাক্ত হয়নি, তবে বিষয়টি সাইবার বা ইমেইল হুমকি হতে পারে বলে ধারণা।
Ahmedabad Plane Crash এর ঘটনায় মানুষ উদ্বিঘ্ন ,সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যায় প্রায় 250 জন যাত্রী। সেই ঘটনায় উদ্ধার হয়েছে ফ্লাইট ডেটা রেকর্ডার (Flight Data Recorder), তদন্ত শুরু হয়েছে। এদিনের ফুকেট বিমান বন্দরের বোমা হুমকি মানুষকে বিমান পরিষেবায় ত্রস্ত করে তুলেছে, বলছেন সাধারণ মানুষ।
লেখাটি 12NewsWorld ডেস্ক দ্বারা প্রস্তুত।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news