12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Argentina earthquake today

Argentina Earthquake Today : ভূমিকম্পে উত্তাল আর্জেন্টিনা।

শুক্রবার প্রবল ভূমিকম্পে উত্তাল আর্জেন্টিনা(Argentina earthquake today) ৭.৪ মাত্রার ভূমিকম্প ।জারি হয়েছে সুনামি সতর্কতা জারি

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আর্জেন্টিনার উশুয়াইয়া প্রদেশ।দেশটির দক্ষিণে ম্যাগেলান প্রণালী তে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি।

ভূমিকম্প মাটির দশ কিলোমিটার গভীরে সংগঠিত হয়। চিলি তে কম্পন হয়।

এদিন মানুষ রাস্তায় নেমে আসে আকস্মিক কম্পনের ফলে,শক্তিশালী আফটারশক রেকর্ড হয়েছে দুই বার।এদিন স্থানীয় সময় দুপুর (১২.৫৮ মিনিটে) প্রথম কম্পন শুরু হয়।আফটারশকটি ৭.১ মাত্রার ছিলো।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে সুনামির সতর্কতা থাকলেও সে রকম শক্তিশালী হবে না।

আর্জেন্টিনা ( Argentina earthquake today) ভূমিকম্প প্রবন এলাকা। চিলি তে ভূমিকম্পের নজির আছে। চিলি তে ১৯৬০ সালের ৯ মাত্রার ,ভূপিকম্প এখন পর্যন্ত শক্তিশালী ভূমিকম্প হিসেবে রেকর্ড আছে।

রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক (চিলি) জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতর পর্যাপ্ত ব্যাবস্থা নিয়েছে। উপকূল এলাকার মানুষদের পুনর্বাসন ,সরিয়ে নিয়ে সুরক্ষিত স্থানে নিয়ে রাখা হয়েছে।