12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Asim Munir daughter wedding UAE President guest

Asim Munir Daughter Wedding ঘিরে চাঞ্চল্য: ভাইয়ের ছেলের সঙ্গে বিয়ে ও অতিথি তালিকায় ইউ এ ই প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে বিতর্ক !!!????

Asim Munir’s Daughter Wedding: ব্যক্তিগত অনুষ্ঠান কেন আন্তর্জাতিক আলোচনায়

পাকিস্থান আর্মি চিফের মেয়ের বিয়ে নিয়ে এখন সর্বত্র সংবাদ ।রাষ্ট্রের সেনা প্রধানের মেয়ের বিয়েতে বরিষ্ঠ রাজনীতিক থেকে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।এই বিয়ে শুরু থেকে ছিলো গোপনীয়তার আড়ালে।

পাকিস্তানি গণমাধ্যমগুলো এই খবর করে । প্রাথমিক ভাবে জানা যায় মাহনুর মুনির কন্যার বিয়ে হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যেই। এটি নিশ্চিত করেছে গণমাধ্যম যে অসীম মুনীর এর কন্যার বিবাহ হয় অসীম মুনীরের ভাইপোর সাথে।

ক্যাপ্টেন আব্দুল রহমান কাসিম কে হয়

তিনি একজন আর্মির ক্যাপ্টেন ,পাকিস্থান আর্মিতে তিনি কর্মরত। অসীম মুনীরের তিনি ভাইপো এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পদমর্যাদা সম্পন্ন একজন অফিসার ।তিনি অ্যাসিস্টেন্ট কমিশনার হিসেবে দায়িত্বে আছেন।

জেনারেল মুনীরের কন্যা বিবাহিত তার এই বিবাহ অনুষ্ঠানের অতিথি তালিকা ছিলো প্রায় ৪৫০ জনের। এই অতিথি তালিকায় উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। পাক আর্মি চিফ মুনিরের মেয়ের বিয়েতে উপস্থিত ইউ এ ই প্রেসিডেন্ট , বিতর্কের সূত্রপাত হয় MBZ’s (Mohammed bin Zayed Al Nahyan) এর সফর ঘিরে। এদিন বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি এসেছেন বলে পাকিস্থানি গণমাধ্যম গুলিতে সংবাদ পরিবেশিত হয়।

এদিন ইউ এ ই প্রেসিডেন্টের আগমন বিবাহের সাথে যুক্ত নয় পাকিস্থানের স্থানীয় সংবাদপত্রগুলো পরিষ্কার জানিয়েছে। তার এই সফর ছিলো রাষ্ট্রীয় সফর।Mohammed bin Zayed Al Nahyan এদিন প্রতিরক্ষা বা অর্থনৈতিক চুক্তির জন্যই এসেছেন বলে খবর সংবাদমাধ্যমগুলোর ।

কিন্তু এই সফরে গোপনীয়তা বজায় রাখা নিয়ে উঠেছে প্রশ্ন ,এদিন তার সফরের সময় তিনি দেখা করেছেন রহিম ইয়ার খানের সাথে। তিনি মুনীরের মেয়ের বিয়েতে গিয়েছেন কি না এই ব্যাপারে জানা যায়নি। পাকিস্তানি গণমাধ্যমগুলো রাষ্ট্রের অবস্থান নিয়ে প্রশ্ন না করলেও বিভিন্ন দেশের মিডিয়াতে পাকিস্থানের বর্তমান সরকারের অবস্থান নিয়ে সমালোচনা, করা হয়েছে।