Bangladesh new curency note 2025

“Bangladesh bank new notes 2025:শেখ মুজিব নেই, ৬টি নোটে নতুন স্থাপনা – কোন ব্যাংকে পাবেন?”

নতুন টাকার নোট : বাংলাদেশের নতুন টাকা তে স্থান পেলো না শেখ মুজিব বদলে কাদের ছবি দেওয়া হয়েছে !!!

বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রাক্তন হয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশে রূপকার নাম মুছতে ইউনূস সরকারের মন্ত্রীদের উন্মাদনা দেখার মতো।

নতুন ছয়টি টাকার নোটে কী কী চিত্র রয়েছে? Bangladesh bank new notes 2025

ব্যাস স্ট্যান্ড ,রেল স্টেশন থেকে উল্লেখযোগ্য স্থাপনা নাম ইতোমধ্যেই নাম বদল হয়েছে । জাতির রূপকার শেখ মুজিব এবার বাংলাদেশের নতুন নোট থেকেও মুছে গেলো ।বাজারে এলো নতুন নোট সেখানে বিশেষ স্থাপনা চিত্র স্থান পেয়েছে।

বাংলাদেশের টাকার ছবি তে দেওয়া চিত্র এবং স্থান বিস্তারিত

বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ২০, ৫০ এবং ১০০০ টাকার নোটের ছবি প্রকাশ্যে এনেছিল সেখানে জাতীয় প্রতীক বাঘের ছবি ছিলো।

বাংলাদেশের নতুন সংযোজন ২, ৫, ১০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট।বাংলা টাকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ব বিদ্যালয় ,শাপলা,বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।
এছাড়াও বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান স্থান পেয়েছে নতুন ছয়টি নোট।তথ্য সূত্র : বাংলাদেশ ব্যাংক

নতুন ডিজাইনের ছয়টি নোটের বৈশিষ্ট্য

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ২ টাকার নোটের মধ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি ,এটি মিরপুর তে অবস্থিত।নোটের রং সবুজ,রঙের করা হয়েছে।

ঢাকার তারা মসজিদের ছবি ,সাথে গ্রফিতি তে গণঅভ্যুত্থান ঠাঁই পেয়েছে পাঁচ টাকার নোটে । নোটের রং গোলাপি করা হয়েছে।তথ্য সূত্র টিবিএস রিপোর্ট

বায়তুল মোকাররমের ছবি দশ টাকার গোলাপী নোটে যুক্ত করা হয়েছে।

সুন্দরবনের বিশেষ প্রভাব আছে বাংলাদেশের জন জীবনে ,১০০ টাকার নোটে সেই দিকটি খেয়াল রেখে সুন্দরবনের, বাগের হাট যাট গম্বুজ মসজিদের ছবি যোগ করা হয়েছে। জলের ব্যাপার চিন্তা করে নীল রঙের নোট করা হয়েছে। তথ্য সূত্র সময় নিউজ

 

Bangladesh new curency note 2025
“Bangladesh bank new notes 2025:শেখ মুজিব নেই, ৬টি নোটে নতুন স্থাপনা – কোন ব্যাংকে পাবেন?” Curtesy : Somoy News

এছাড়াও নতুন বাংলাদেশের নোটে

 

(New Bangladeshi taka notes)  যুক্ত হয়েছে বাংলাদেশে ক্রান্তি লগ্নে র বিভিন্ন ঘটনা। দুইশো টাকার নোটে তেও সেই নিদর্শন দেখা যায়। এই নোটটি হলুদ রঙের করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট শহীদ মিনার, সবুজ রঙের ৫০০ টাকার নোটে যুক্ত করা হয়েছে।

বাংলাদেশ গণ অভ্যুত্থান থেকে উল্লেখ্যযোগ্য স্থান কে স্থান দেওয়া হয়েছে ,ব্যাক্তি কে এই নোট গুলিতে উহ্য করা হয়েছেএই নোট গুলিতে সাক্ষর রয়েছে আহসান হাবিব মনসুর গভর্নর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশর ঈদ সালামি, কেনাকাটা কে এই নোট গুলি আরো আকর্ষণীয় করে তুলবে।জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্তিপক্ষ।

Bangladesh bank new notes 2025 সংগ্রহ করতে পারেন এই ব্যাংক গুলি থেকে

উত্তরা ,ডাচ বাংলা,আল-আরাফাহ ইসলামী,অগ্রণী,ব্র্যাক ব্যাংক থেকে নোট গুলি সংগ্রহ করতে পারবে সাধারণ মানুষ

তবে বাংলাদেশে র আওয়ামী লীগের নেতা ,সাধারণ মানুষ প্রতিক্রিয়ায় শেখ মুজিবর কে মুছে দেওয়া নতুন নোট থেকে ,এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার ছবি না রাখলেও ,স্বাধীন বাংলাদেশে রূপকার মুজিবুর রহমান কে রাখা উচিত ছিলো বলে মতামত জানিয়েছে