Bangladesh durga thakur : দুর্গাপুজোয় ঢাক বাজলেই ব্যাবস্থা ফতোয়া জারি বাংলাদশ নতুন সরকারের
Durga maa pandal : বাংলাদেশে সরকার আসতেই হিন্দুদের উপর ফতোয়া জারি হয়েছে।বাঙালির মুখ্য পুজো দুর্গাপুজো নিয়ে এবার একতরফা তালিবানি ফতোয়া স্বরাষ্ট্র মন্ত্রকের।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে বিধিনিষেধ মারধোর সেই অভিযোগ ছিলোই এবার ধর্মীয় নিয়ম পালনে সরকারি বিধিনিষেধ।
শেখ হাসিনার পদত্যাগ ভারতবর্ষে পলায়ন বাংলাদেশর সাম্প্রদায়িক সরকারের মাথাচাড়া দিয়ে ওঠার প্রবণতা প্রথম থেকেই নজরে ছিলো ভারতের, তাদের উপর সরকারি ফতোয়া দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী জানিয়ে দিয়েছেন মসজিদে আজানের সময় মণ্ডপে ঢাক-ঢোল বন্ধ রাখতে হবে।
এই প্রসঙ্গে যে অস্বাভাবিক যুক্তি আরোপ করেছেন তিনি সেটি হলো সাম্প্রদায়িক হামলা বন্ধ,অপ্রীতিকর ঘটনাা ,রুখতে এই পদক্ষেপ। তিন জানিয়েছেন মণ্ডপ রক্ষা করবে সেছাসেবকেরা,অশান্তি রুখতে প্রশাসনিক পাহারা জোরদার হবে।
তিনি এই যুক্তি দিতে গিয়ে বলেন আজানের ৫ মিনিট আগেই মাইক ও যাবতীয় বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে, তাদের ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলে ঢাক বাজাতে পারবেন সংখ্যালঘু বাংলদেশী হিন্দুরা
বাংলাদেশের এই দুর্গাপুজো( bangladesh durga thakur) নিয়ে ফতোয়া তে সকল দেশ সমালোচনা করেছেন।
ভারতবর্ষে যে পরিমাণ মুসলমান জাতির মানুষ বসবাস করে তাদের ধর্মীয় অনুষ্ঠান তে সরকারি বাধা আসতে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনাা ,রুখতে প্রশাসন সতর্ক ভাবে ব্যাবস্থা গ্রহণ করে। এই রকম সিধান্ত ধর্মীয় নিয়ম,বিধিনিষেধ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news