12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20260104 140915

Bangladesh Refuse T20 World Cup 2026 India : ভারতে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ: আইসিসি কে চিঠি পাঠালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড !!!

Bangladesh Refuse T20 World Cup 2026 India :বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) বয়কটের পথে ওয়ার্ল্ড কাপ (T20 World Cup 2026) , এই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে পর্যালোচনা।

ক্রীড়া উপদেষ্টার বৈঠকে উঠে এলো বাংলাদেশী খেলোয়াড়দের নিরাপত্তা ইস্যু।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)- কে চিঠি পাঠানোর কথা উঠে এসেছে বি সি বি এর বৈঠকে।


প্রসঙ্গত মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (KKR)–এর আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাটি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত।
একটি রাজনৈতিক উত্তেজনা ছিলো Mustafizur বিতর্ক সেটি এখন উস্কে দিলো।ঢাকা দিল্লি উত্তাপ এখন খেলার মাঠ থেকে বয়কটের খেলায় পরিণত হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদিন Bangladesh World Cup India issue এর ভিত্তিতে বলেন ভারতে না খেলিয়ে শ্রীলঙ্কায় ওয়ার্ল্ড কাপ (T20 World Cup 2026) সরিয়ে নেওয়ার আবেদন করতে যাচ্ছে বলে খবর।
বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিনিধি এবং বি সি বি সম্পুর্ন ওয়ার্ল্ড কাপ বয়কটের পথে হাঁটবে না এখনও পর্যন্ত পরিষ্কার।বিকল্প ভেন্যু নিয়ে এখনই বড়ো কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে যখন মাত্র এক মাস বাকি, বাংলাদেশের ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে না চাওয়া। এই ঘোষণা আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনা সৃষ্টি করেছে।

বিসিবির কর্ম পরিকল্পনা

বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)–তে চিঠি পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে।


তারা BCCI-এর কাছে ব্যাখ্যা চাইবে, কেন মুস্তাফিজুরকে IPL নিয়ে বিতর্ক এবং – কলকাতা নাইট রাইডার্স (KKR)–এর আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে ব্যাখ্যা চাইতে পারে।

একইসাথে তারা ভারতে World Cup ম্যাচগুলি খেলতে চাইছে না।নিজেদের World Cup ম্যাচগুলি নিরাপত্তাজনিত কারণে ভেনু বদলের জন্য বলতে পারে,এজন্য শ্রীলঙ্কার মতো একটি নিরপেক্ষ স্থানে ম্যাচগুলো নিয়ে যাওয়ার অনুরোধ জানাবে।

BCCI এর পরিকল্পনা

এই নিয়ে BCCI তাদের পরিকল্পনা স্পষ্ট করেছে ।
লজিস্টিক্যালি প্রায় অসম্ভব বলে উড়িয়ে দিয়েছে , কিন্তু পাকিস্থান ইন্ডিয়া পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপ 2025 এর ভেন্যু পরিবর্তনের উল্লেখ করতে পারে বি সি বি।

Operation Sindoor চলাকালীন ভারত পাকিস্তান ম্যাচ গুলির আয়োজন করা হয়েছিলো দুবাই ও আবুধাবিতে
এই ক্ষেত্রে BCCI সময় স্বল্পতা একটি বড়ো কারণ হিসাবে দেখতে পারে।

এছাড়া T20 World Cup 2026 এর আয়োজনে ভারত এবং শ্রীলঙ্কা, সেখানকার তাদের প্রাকৃতিক বিপর্যয়ের দিকটি উল্লেখ করেছে বিসিসিআই ,এই মুহূর্তে বিশ্বকাপ এর বাংলাদেশ এর ম্যাচ গুলি সরিয়ে নেওয়ার জন্য বিসিবি এর আবেদনের আইসিসি কতোটা সাড়া দেয় সেটাই দেখা যাবে।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ রয়েছে এর মধ্যে তিনটি ম্যাচ খেলবে খেলা হবে কোলকাতা ইডেন গার্ডেন্সে একটি ম্যাচ ওয়াংখেড়ে তে।তবে শুধু ভারতের সাথে ম্যাচ নয় ইংল্যান্ড ,সাউথ আফ্রিকা,ইতালি এদের সাথে ম্যাচ খেলবে। বাংলাদেশ এর সকল ম্যাচ চাইলেই ভারত থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। Bangladesh Refuse T20 World Cup 2026 India বিতর্ক নিয়ে এখন উত্তেজনা থাকলেও নিরাপত্তা ইস্যু বড়ো ব্যাপার নয় বলে বি সি সি আই সূত্রে খবর।
তাদের বক্তব্য মোতাবেক দলীয় নিরাপত্তা এর জন্য BCCI এর তরফে বিশেষ ব্যাবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।