12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Dattabad Murder Case BDO Prasanta Barman thus

Dattabad Murder Case: তিন জায়গায় বাড়ি , টাকা লুঠের অভিযোগ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের বিরুদ্ধে।

রাজগঞ্জের বিডিও র বিপুল সম্পত্তি বৈভব নিয়ে বসবাসের পরেও Dattabad Murder Case এ খুনের অভিযোগ প্রশান্ত বর্মণের বিরুদ্ধে।

তবে এই প্রথম অভিযোগ নয় তার বিরুদ্ধে। কালচিনি তে দায়িত্বে থাকাকালীন পেট্রোল পাম্পে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে গাড়িতে লক্ষাধিক টাকার তেল ভরতেন । এখনও তিনি পরিশোধ করেননি তেলের টাকা।

একই সাথে রাজ্য সরকারের সমব্যাথি প্রকল্প থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ কালচিনি আলিপুরদুয়ারের বাসিন্দাদের ।

জলপাইগুড়ির রাজগঞ্জে এসেও দাপট ছিলো অক্ষুন্ন বিডিও প্রশান্ত বর্মণের ।নেতা মন্ত্রীদের নাম নিয়ে তার সাথে পরিচয়ের কথা বলতেন কর্মচারীদের । একাধিকবার বদলি আটকেছেন এই প্রশান্ত। জলপাইগুড়ি থেকে এক জাদুমন্ত্রে বদলি আটকে যেতো বিডিও র।

এছাড়া তার একাধিক বাড়ির সন্ধান পাওয়া গিয়েছে। শিলিগুড়ি তে বাড়ি আছে তার ,দাবি স্থানীয় বাসিন্দাদের। আলিপুরদুয়ারের বীরপাড়ায় তিনতলা বাড়ি।এছাড়া Dattabad Murder Case এর ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতে নিউটাউনের এবি ব্লক চারতলা সম্পুর্ন ফ্ল্যাট টা ই নাকি BDO Prasanta Barman এর নামে ,দাবি স্থানীয়দের।তবে প্রশান্ত বর্মন সংবাদমাধ্যমে এই ঘটনা সম্পুর্ন অস্বীকার করেছেন ।তাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে বলে দাবি করেন এই আধিকারিক।

সল্টলেকে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে ,পুলিশের হাতে নিহতের পরিবারের দেওয়া চাঞ্চল্যকর সি সি টিভি ফুটেজ ।এই ফুটেজে দেখা যাচ্ছে রাজগঞ্জের BDO Prasanta Barman কালো হাফ হাতা গেঞ্জি পরিহিত , হাত কাটা গেঞ্জি পরিহিত আরেকজন যুবক কে ভিডিওতে দেখা যাচ্ছে ।

স্থানীয়দের দাবি স্বপন কামিল্যা স্বর্ণ ব্যবসায়ী যার বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার দিলমাটিয়া গ্রামের ২৮ অক্টোবর তার দোকানে এসে হাজির হন প্রশান্ত । একটি সাদা ,আরেকটি কালো গাড়ি এবং একটি সাদা গাড়িতে নিলবাতি লাগানো ছিলো বলে জানিয়েছে পরিবারের লোকজন । প্রশান্ত ধমকাতে থাকেন স্বপন কামিল্যা স্বর্ণ ব্যবসায়ী কে, তার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণ নাকি এই দোকানে এনে বেচা হয়েছে।

SAVE 20251107 035817

প্রসঙ্গত উল্লেখযোগ্য অশোক কর নামে এক ব্যাক্তি যিনি রাজগঞ্জের বিডিওর বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করতেন বিডিওর বাড়ি থেকে সোনা চুরি করে নাকি তিনি স্বপন কামিল্যা স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রয় করেছিলেন।

এই খবর পেয়ে বিডিও এসে স্বর্ণ ব্যবসায়ী এবং দোকানের মালিককে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। দোকানের মালিককে খানিক টা দূরে গিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয় বিডিও। স্বপন কে নিয়ে নিউটাউনের বাড়িতে আসেন তিনি।

অশোক কর এবং স্বপন কামিল্যা কে বেধড়ক মারধোর, করেন বিডিও এবং তার লোকজন ।অশোক কর সংবাদমাধ্যমে এই কথা জানিয়েছেন।এছাড়াও তাকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে।নিউটাউনের এই বাড়িতে স্বপন কে মারধোর এর আওয়াজ পায় স্থানীয় বাসিন্দারা । স্বপন সোনা এর যে অর্থ টা পরিশোধ করে দেবে বলে প্রশান্ত কে বলেন।

এরপরে চাঞ্চল্যকর ঘটনা স্বপন কামিল্যা এর রক্তাক্ত দেহ পরের দিন পাওয়া যায় যাত্রাগাছির খালের পাশে।

এখানেই সন্দেহ দানা বাঁধে তাহলে কি BDO Prasanta Barman এই খুনের সাথে জড়িত ।স্থানীয়রা এই ব্যাপারে কিছু বলতে চাননি।

তবে প্রভাবশালী এই বিডিওর বৈভবের পিছনে কি সত্যতা লুকিয়ে আছে খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনায় সি সি টিভি ফুটেজ সহ বিধান নগর দক্ষিণ থানায় বিডিওর বিরুদ্ধে চক্রান্ত ,খুনের অভিযোগ করেছেন নিহতের শ্যালক দেবাশিস কামিল্যা।প্রশান্ত বর্মণের বিরুদ্ধে Dattabad Murder Case নিয়ে যে অভিযোগ তিনি সম্পুর্ন অস্বীকার করেছেন।