12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

save 20250303 233055

Bengaluru techies video : বাইকের সামনে গার্লফ্রেন্ড কে বসিয়ে চুম্বন,বেঙ্গালুরু কম্পিউটার ইঞ্জিনিয়ার কান্ড দেখে অবাক

Bengaluru techies video : আপনি রাস্তায় বেরিয়ে দেখলেন এই ঘটনা সেটা আবার নতুন পদ্ধতি তে বেঙ্গালুরু তে বাইকের সামনে গার্লফ্রেন্ড কে বসিয়ে চুম্বন।

রাস্তায় বাইকের উপর মুখোমুখি বসে গার্লফ্রেন্ড উল্টোদিকে বসে বয়ফ্রেন্ড ,মুখোমুখি চুম্বন।রাস্তায় ট্রাফিক অগ্রাহ্য করে উষ্ণতায় মেতেছেন যুবক যুবতী।

এই ঘটনাই হয়েছে বেঙ্গালুরুতে সামাজিক মাধ্যমে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড কে জড়িয়ে চুম্বনে মাতোয়ারা যুবতী বাইকে র হ্যান্ডেল তখন যুবকের হাতে।

রাস্তায় গাড়ি চললেও ভ্রুক্ষেপ নেই যুবক যুবতীর,এমনি ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এর ভিডিও দেখে পুলিশ গ্রেফতার করেছে এক ইঞ্জিনিয়ার কে।

ভিডিওটি বেঙ্গালুরু জেলা পুলিশের নজরে আসতেই (Bengaluru District Police) তড়িঘড়ি ব্যাবস্থা নেওয়া হয়েছে।

বাইকে হেলমেট বিহীন ওই যুবক ও সাথে থাকা যুবতী কে ডেকে পাঠানো হয়েছে ,ভিডিও দেখে তাদের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এর মামলা রুজু করা হয়েছে।বেঙ্গালুরু জেলা পুলিশ কমিশনার সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন।

এই ঘটনাটি সারোজপুর মেইন রোডের,এক পথচলতি মানুষ ভিডিওটি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

তবে এই ঘটনায় তড়িঘড়ি অ্যাকশন নেয় পুলিশ। সরজপুর পুলিশের তরফে মামলা রুজু হয়েছে।সাধারণ মানুষ এই রকম স্টান্ট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাফিক পুলিশের হাইওয়ে তে টহল ও নজরদারি বাড়ানোর জন্য বলেছে।

বেঙ্গালুরু পুলিশ সুপার তিনিও আশ্বাস দিয়েছেন এই রকম ঝুঁকিপূর্ণ বাইক স্টান্ট ও যুবতী কে নিয়ে ড্রাইভিং(Bengaluru techies video) ,আইনের আওতায় এনে সঠিক বিচার হবে।