Bihar Jamui train Accident Today : বড়োসড়ো রেল দুর্ঘটনা জামুইয়েতে , নদীতে পড়লো একাধিক বগি
চলন্ত ট্রেনের একাধিক বগি উল্টে নদীর জলে পড়ল, Bihar Jamui train Accident Today চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিহারের সিমুলতলা সংলগ্ন তেলওয়া হল্টে এদিন উনিশটি বগি নিয়ে বাড়ুয়া নদীর উপর রেল ব্রিজ থেকে পড়ে যায় ওয়াগান সিমেন্ট বোঝাই ছিলো ওয়াগন গুলিতে।
মূল রেললাইনের ব্রিজ নম্বর ৬৭৬ এবং খুঁটি নম্বর ৩৪৪/১৮-এর কাছে মঙ্গলবার রাত্রি ১১:৩৭ মিনিট নাগাদ বিকট শব্দে লাইনচ্যুত হয়ে নদীতে পরে যায় মালগাড়ি র বগিগুলি ।সেই সময় কোনো যাত্রীবাহী ট্রেন এই সেতুর উপর না থাকায় বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এদিন Bihar Train Accident এই দুর্ঘটনায় হতাহতের খবর নেই, তবে দুর্ঘটনায় সেতু সংলগ্ন এলাকায় পিলারগুলি এবং রেল ব্রিজ এর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।কিউল–জসিডিহ শাখায় একাধিক মালগাড়ি দাঁড়িয়ে থাকে।যাত্রীবাহী ট্রেনের সিডিউল পাল্টাতে হয়।এই ঘটনায় রেলের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ক্রেন নিয়ে এসে নদী থেকে ওয়াগন গুলি উদ্ধার করার চেষ্টা হচ্ছে।
এই ঘটনায় চালকের কোনো ত্রুটি অথবা প্রযুক্তির গোলযোগের কারণে হয়েছে কি না খতিয়ে দেখছে রেলের প্রযুক্তি বিশেষজ্ঞ দল।এই ঘটনায় স্বভাবতই রেলের নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন করছে সাধারণ মানুষ। যাত্রীবাহী ট্রেন হলে ক্ষয় ক্ষতির প্রবল আশঙ্কা ছিলো।রেল পরিষেবা আপাতত শুরু হয়েছে। রেলের গতি এই লাইনে কম রাখা হয়েছে। সম্পুর্ন পরীক্ষা করবার পর স্বাভাবিক হবে রেল চলাচল ,জানিয়েছেন রেল প্রশাসন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
