IndiGo bird strike Bhubaneshwar: ইন্ডিগোর বিমানে পাখির ধাক্কা! মাঝপথেই টেকঅফ বাতিল, যাত্রীদের নিরাপদে সরানো হল
রানওয়েতে বার্ড স্ট্রাইকের(IndiGo bird strike Bhubaneshwar) জেরে মাঝপথে থেমে গেল ফ্লাইট 6E 6101
কলকাতাগামী ইন্ডিগোর ফ্লাইট 6E 6101 আজ ভুবনেশ্বর বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগে রানওয়েতে পাখির সঙ্গে ধাক্কা ।টেকঅফ প্রক্রিয়া বন্ধ করে দ্রুত পার্কিং বে-তে নিয়ে আসা হলো বিমান
ইন্ডিগো কর্তৃপক্ষ বিভিন্ন তত্ব সামনে আসে প্রযুক্তির ত্রুটি থেকে টায়ারে সমস্যা,হাইড্রোলিক সমস্যা।তবে ইন্ডিগো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বার্ড স্ট্রাইক এর জন্য এই ঘটনা।
উড্ডয়নের প্রস্তুতি চলাকালীন ঘটে বিপত্তি
ভুবনেশ্বর বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইট 6E 6101 রানওয়েতে ছিল। ঠিক সেই মুহূর্তে রওনা হবে একটি বড় আকারের পাখি বিমানের সামনে এসে পড়ে এবং সরাসরি বিমানের সঙ্গে ধাক্কা লাগে। পাইলট অবস্থা গুরুত্ব বুঝে টেকঅফ বাতিল করে।এই তৎপরতায় একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
- নিরাপত্তার কারণে বাতিল করা হয় ফ্লাইট
- পাইলট বার্ড হিটের বিষয়টি ককপিট থেকেই শনাক্ত করেন
- সঙ্গে সঙ্গে রানওয়ে ছেড়ে প্লেনকে পার্কিং বে-তে নিয়ে যাওয়া হয়
এই ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুত্ব প্রদান করা হয়েছে ,জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ তাদের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে পাইলট বার্ড হিটের ,ব্যাপারে জেনে আমাদের সতর্ক করে ।তৎক্ষণাৎ বিমানটি রানওয়ে থেকে সরিয়ে আনা হয়েছে।যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য বিকল্প ফ্লাইটের ব্যাবস্থা করা হয়েছে।
যাত্রীদের অভিজ্ঞতা: আতঙ্ক নয়, নিরাপদ ব্যাবস্থা
যাত্রীদের তরফে একটি ভিডিও পোস্ট করে বার্ড হিটের বিষয়টি নিয়ে সেই ভিডিওতে বলা হয়েছে।সেই ভিডিও তে যাত্রী বলছেন ফ্লাইট 6E 6101 রানওয়েতে থাকা ,অবস্থায় পাখি এসে ধাক্কা দেয়।ইন্ডিগো কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।
কীভাবে শনাক্ত করা হয় বার্ড হিট
ককপিটের থেকে তীব্র শব্দ,কম্পন বুঝতে পারেন পাইলট,বিমানের সেন্সরে দেখতে পাওয়া যায় একটি লাইন ।প্রযুক্তির পরিভাষায় এটি সতর্কতামূলক সিগনাল, তৎক্ষণাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল কে খবর পৌঁছানো হয়।
বিমানটি কে দ্রুত রানওয়ে থেকে টেকঅফ প্রক্রিয়া বন্ধ করে দিতে নির্দেশ দেওয়া হয়।
বিমানের পরবর্তী পদক্ষেপ ও যাত্রী সুরক্ষা
বিমানটিকে সঙ্গে সঙ্গেই পার্কিং বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে বিমানের বাইরে নামিয়ে দেওয়া হয়। IndiGo জানিয়েছে, বিমানের ফিজিক্যাল ও টেকনিক্যাল চেক-আপ করে তবে সেটি উড়ানের জন্য নির্দেশ দেওয়া হবে। , ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।
ইন্ডিগোর বক্তব্য – “নিরাপত্তা আগে, যাত্রী সুরক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ”
ইন্ডিগোর তরফে যাত্রী সুরক্ষার সর্বাধিক বলে জানানো হয়েছে ।ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, “আমাদের কাছে যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news