12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Nepal_buddha_air_plane_crash

Buddha Air Plane Crash : নেপালে আবারো বিমান দুর্ঘটনা ।রানওয়েতে অবতরণের সময় ছিটকে গেলো ফ্লাইট

নেপালের Bhadrapur বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বিমান ল্যান্ড করার চেষ্টা করছিলো।সেই সময় সঠিকভাবে রানওয়ে তে অবতরণের মুহূর্তে Buddha Air এর ফ্লাইট এর চাকা পিছলে যায়,আগুন লাগে বিমানে।

বিমানটি রানওয়ের পাশের মাঠে নেমে যায়।পাইলট ও ক্রীউ সদস্যরা খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনো দুর্ঘটনা ঘটেনি এবং ৫৫ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলো । প্রাথমিক সংবাদের জানা গেছে হতাহতের ঘটনা হয়নি।

যাত্রীদের অধিকাংশই জানিয়েছেন বিমানটি ল্যান্ড করবে সময় হঠাৎ ই জোরে ঝাঁকুনি খায়,প্রথমে যাত্রীরা বুঝতে পারেননি ।আতঙ্কিত হয়ে পড়েন।বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত সহায়তা করে ।ফ্লাইট টি থেকে তাদের নামিয়ে আনা হয়।প্রাথমিক ভাবে যাত্রীদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।

Nepal Plane Crash Today এর ঘটনায় Buddha Air এর বাইরের দিকের অংশ ভেঙে গেছে ।বিমানটিকে দ্রুত runway থেকে সরিয়ে আনার জন্য বিশেষ টিম ও সরঞ্জাম পাঠানো হয়েছে