Calcutta High Court Primary teacher recruitment, Case

Primary Teacher Recruitment Case : বিচারপতি তপব্রত চক্রবর্তীর প্রশ্ন পর্ষদকে। কি নির্ভরযোগ্য পদক্ষেপ নিয়েছিলেন।

Primary Teacher Recruitment Case

কোলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিলো দুর্নীতির অভিযোগের জন্য ৩২০০০ শিক্ষকের চাকরি বাতিলের।

সেই নির্দেশ বিরুদ্ধে করে মামলা হয় ডিভিশন বেঞ্চে।এদিন ২০ মে ২০২৫ বিচারপতি তপব্রত চক্রবর্তী ,ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে।

বিচারপতি দুর্নীতির পার্ট আসতে বলেন পর্ষদের নিযুক্ত আইনজীবীকে।পর্ষদের আইনজীবী বলেন বেশি নম্বরের অজুহাতে চাকরী বাতিল নির্দেশ যথোপযুক্ত নয়।

বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রশ্ন করে পর্ষদের ভূমিকা কি ছিলো।প্রাথমিক শিক্ষক নিয়োগ ( Primary Teacher Recruitment Case) কি পর্ষদ করেছিলো।

তাদের ভূমিকা উল্লেখ করে বিচারপতি বলেন কি নির্ভরযোগ্য পদক্ষেপ এই ক্ষেত্রে নেওয়া হয়েছিলো।
পর্ষদের আইনজীবী বলেন এই ব্যাপারে তদন্ত করা হয়েছে।১ লক্ষ ২০ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন ।৪২৯০০ শূন্যপদ ছিলো।