Calcutta High Court Upper Primary Recruitment WB : নিয়োগ করতে হবে দুই মাসের মধ্যে উচ্চ প্রাথমিকে আদালতের নির্দেশ
Calcutta High Court Upper Primary Recruitment WB : কোলকাতা হাইকোর্টে অপেক্ষার অবসান নিয়োগ নিয়ে উচ্চ প্রাথমিকের আদালতের নির্দেশ দুই মাসের মধ্যে ১৪০৫২ শিক্ষক নিয়োগ
Teacher Recruitment : আদালতের নির্দেশে আট বছর পরে নিয়োগ বিজ্ঞপ্তি উচ্চ প্রাথমিকে, আদালতের নির্দেশে দুই মাসের মধ্যে নিয়োগ পরীক্ষার আয়োজন করতে হবে।
আদালতের নির্দেশ অবিলম্বে ১৪ হাজার ৫২ জনকে নিয়োগ পত্র দিতে হবে উচ্চ প্রাথমিক নিয়ে নির্দেশ বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে উচ্চ প্রাথমিক সংসদ হাইকোর্ট এদিন এও জানিয়েছে ১ হাজার ৪৬৩ জনের নাম থাকবে তালিকায়। মেধাতালিকা প্রকাশের বিষয়ে SSC কে চার সপ্তাহ সময় আদালতের ।
তার পরে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।এর আগে প্রায় আট বছর মামলাটি অমীমাংসিত ছিলো।
একাধিক ইস্যুতে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি টি তে
জটিলতা সৃষ্টি হয় ,সিঙ্গল বেঞ্চ থেকে মামলা ডিভিশন বেঞ্চ যায়। এই মামলায় ২০২১ সালে SSC হলফনামা দেয় OMR শিটগুলি পুনরায় মূল্যায়নের দরকার আছে।
সেই মতো আদালতের কাছে নতুন তথ্য জানায় স্কুল সার্ভিস কমিশন ১ হাজার ৪৬৩ কে বাদ দেওয়া হয়েছে জানিয়েছিলো স্কুল সার্ভিস কমিশন , তাদেরও যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশের বিষয়ে SSC কে নির্দেশ আদালতের।
একাধিক ইস্যুতে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি টি তে
জটিলতা সৃষ্টি হয় ,সিঙ্গল বেঞ্চ থেকে মামলা ডিভিশন বেঞ্চ যায়। এই মামলায় ২০২১ সালে SSC হলফনামা দেয় OMR শিটগুলি পুনরায় মূল্যায়নের দরকার আছে।
সেই মতো আদালতের কাছে নতুন তথ্য জানায় স্কুল সার্ভিস কমিশন ১ হাজার ৪৬৩ কে বাদ দেওয়া হয়েছে জানিয়েছিলো স্কুল সার্ভিস কমিশন , তাদেরও যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশের বিষয়ে SSC কে নির্দেশ আদালতের। আদালতের এই নির্দেশে স্বভাবতই চাকরী প্রার্থীদের সস্তি পাওয়ার আশা করা হচ্ছে। রাজ্যের শিক্ষা ব্যাবস্থায় নিয়োগে দুর্নীতি সেই নিয়ে দীর্ঘ টালবাহানা শিক্ষা ব্যাবস্থা পঠন পাঠনে এর প্রভাব সৃষ্টি হয়েছিলো।এই নির্দেশের রাজ্যের স্কুল গুলিতে শিক্ষকের অভাবে পড়াশোনায় অসুবিধা কিছুটা ঠিক হবে আশা করছে শিক্ষা মহল।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news