Chief Minister West Bengal : এটি কোনও রাজনৈতিক ফোরাম নয়; মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে সুপ্রিকোর্টের প্রধান বিচারপতির চন্দ্রচূড় মন্তব্য করেছেন
Chief Minister West Bengal : মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে সুপ্রিকোর্টের প্রধান বিচারপতির চন্দ্রচূড় মন্তব্য ; আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক হত্যায় আজ সিবিআই মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে।
এদিন সুপ্রিমকোর্টে বিভিন্ন বিষয়ে রাজ্যের আইনজীবী সিব্বল কে তুলোধোনা করে প্রধান বিচারপতি,তিনি নিরাপত্তায় সিভিক থেকে সাধারণ অস্থায়ী কর্মচারী নিয়ে প্রশ্ন তুলেছেন।ময়নাতদন্তের রিপোর্ট তার , চালান দেখাতে না পারা নিয়ে রাজ্যের আইনজীবী কে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তাহলে সেটি আপনি দেখাতে পারবেন না।রাজ্যের আইনজীবী সেটি দেখতে পারেনি।
এদিন ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয়সাওয়াল দাবি করে ডাক্তারদের বিক্ষোভের জন্য যে রোগীর মৃত্যুর ঘটনায় মিত্থা তথ্য পেশ করেছে রাজ্য।মিডিয়া থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যা জানানো হচ্ছে ।পর্যাপ্ত চিকিৎসক তাদের ওভারটাইম নিয়ে যে তথ্য সেটিও সুপ্রিম কোর্টের কাছে বিভ্রান্তি সৃষ্টি করেছে জানিয়েছে জয়সাওয়াল
সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার তৃতীয় শুনানি সেখানে তদন্তের প্রক্রিয়া নিয়ে অগ্রগতি তার রিপোর্ট পেশ করে।সেখানে নির্যাতিতা মহিলা চিকিৎসকের মা বাবা যে বয়ান সুপ্রিমকোর্টে জমা দিয়েছিল ,সেগুলি সিবিআই এর থেকে নিয়ে পর্যালোচনা করেছে এর পরেই সিবিআই ডাক্তারদের আইনজীবী মুখ্যমন্ত্রীর পদত্যাগের বিষয় টি সামনে আনেন,সেই নিয়ে সোচ্চার হয় প্রধান বিচারপতি
তিনি বিচারপতিদের উদ্দেশে বলেন আপনি বারের একজন সদস্য। আমরা যা বলি তাতে আপনার নিশ্চিতকরণের প্রয়োজন নেই।রাজনৈতিক ফোরাম নয় সেটি ও আইনজীবীদের জানিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।
আপনি কি মনে করছেন সেটা দেখতে এখানে আমাদের উপস্থিতি নয়,তিনি একজন রাজনীতি কর্মী ।আপনার আবেদন আমাদের জন্য নয় আমি দুঃখিত নইলে আমি আপনাকে এই আদালত থেকে সরিয়ে দেব
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী(Chief Minister West Bengal) তার পদত্যাগের বিষয় প্রসঙ্গে সুপ্রিকোর্টের প্রধান বিচারপতির চন্দ্রচূড় এই রকম অবস্থান নিয়েছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news