“সময় ও অর্থ বাঁচাতে বিয়ে এড়িয়ে Independent Living Skills চর্চায় গুহাবাসী যুবক”
Independent Living Skills চর্চার মাধ্যমে এক যুবক দেখিয়েছেন—পরিবার, সমাজ বা বিয়ে ছাড়াও স্বনির্ভর জীবন গড়ে তোলা সম্ভব; যার জন্য বেছে নিয়েছেন একান্ত নির্জন গুহাবাস।
AI Overview
আধ্যাত্মিক জীবনের রহস্য ভেদে ছুটেছেন বিবিধ মানুষ ,নিরাসক্ত জীবনের পথ চয়ন করে সেখান থেকে রস্বশাদন করেছেন যোগী ঋষিরা।
“পাহাড়ের গুহায় বছরের পর বছর জীবন যাপন করেছেন সাধনার উদ্দেশ্যে, নিঃসঙ্গ পরিবেশে নিজেকে আত্মস্থ করতে।”
তবে এই রকম ভিন্ন ব্যাপারে জীবন কে অতিবাহিত করতে পাহাড়ের গুহা কে বেছে নেওয়ার সিদ্ধান্ত ,এই যুবক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তার কাছে বিবাহ হলো ” সময় এবং অর্থের অপচয় ” এই বিরল জিনিসের মধ্যে শ্রম দান কে তিনি অপচয়ের হিসাবেই রেখেছেন।
ভালোবাসার ব্যাপারে তার মতামত ” সত্যিকারের ভালোবাসা পাওয়ার সম্ভাবনা কম , তাই সন্ধানের চেষ্টায় বিরত থেকেছেন ”
চায়নার দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশে বাড়ি যুবকের । তার past living ব্যাপারে জানলে আপনিও হতবাক হবেন। ভারতীয় মুদ্রায় লক্ষাধিক টাকা উপার্জন ছিলো যুবকের , টাক্সি ড্রাইভার হিসাবে কর্ম জীবন শুরু করেন এই যুবক।
কিন্তু তার চিন্তায় হঠাৎ ই পরিবর্তন আসে মিন হেংকাই নামের এই যুবকের independent living systems সম্পর্কে আগ্রহ সৃষ্টি হয়।
বাড়ি করেছিলেন যুবক ছিলো মা ,পারিবারিক লোন ছিলো সেটা টেক্সি চালিয়ে উপার্জন করে শোধ করেছিলেন।তারপরেই মনে থাকা চিন্তার বাস্তবায়নের চেষ্টায় অগ্রসর হলেন।
তিনি বেছে নিলেন পাহাড়ের গুহায় জীবন যাপন করবেন।চিন্তা মতো সিচুয়ান প্রদেশে ২০২১ সালে তিনি এই গুহা জীবন শুরু করেছিলেন।এখনও তিনি ৫০ বর্গমিটার গুহাতেই বসবাস করছেন।
তার Independent living skills রপ্ত করার ব্যাপারে সাংবাদিকদের মিন হেংকাই জানিয়েছেন তিনি গুহা টি বাসযোগ্য করতে পাঁচ লক্ষ টাকা খরচ করেছেন
এখন তিনি গুহার বাইরে একটি খালি জমিতে চাষ করেছেন শাক সবজি ,সেটাও পর্যাপ্ত তার খাবার জন্য,অর্থাৎ অপচয় বিশ্বাসী নয় এই যুবক।
“তিনি তার স্বনির্ভর জীবনের(indipendent living System) অংশ হিসেবে প্রতিদিন হাঁটাহাঁটি ও বই পড়াকে রুটিনে রেখেছেন। আধুনিক গ্যাজেটের প্রতি তার আগ্রহ কম—গুহাবাসেই শান্তি খুঁজে পেয়েছেন।”
সকাল ৭ টায় ঘুম থেকে উঠে পড়ে তিনি ‘ব্ল্যাক হোল’(গুহার নাম দিয়েছেন ) থেকে পাাশে তে হাঁটাচলা করেন।তারপরেই মুুখ ধুয়ে খেয়ে শুরু করেন সবজি বাগানের পরিচর্যা। বেলা ১২ টা নাগাদ স্নান করে বাগানের সবজি দিয়ে chiense food রান্না ।ভাত আর হালকা মশলার শাক সবজি থাকে ।
এরপরে তার পছন্দের বই পড়ে সময় অতিবাহিত করেন।মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে থাকেন।
রাতে তিনি দশটার সময় ঘুমোতে যান,সকালে একই রুটিন ফলো করেন বলে চীনের এই যুবক জানিয়েছেন।সংবাদ মাধ্যমে তিনি বলেন “সাংসারিক জীবনে তাকে প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি সময় কঠোর পরিশ্রম করতে হতো—যার ফলে মানসিক চাপ ছিলো সর্বক্ষণ।”পারিবারিক লোন শোধ, সংসার খরচ ইত্যাদি ব্যাপারে যথেষ্ট উদ্বেগের মধ্যে থাকতে হতো।এখন তাকে ,সেই চিন্তা তে থাকতে হয় না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনের Independent living skills নিয়ে চর্চা শুরু হয়েছে। সামান্য এবং আতিশয্য ছাড়া এই বর্ষীয়ান ব্যাক্তির independent living যথেষ্ট প্রভাব সৃষ্টি করেছে।
তাদের ( চীনের সাধারণ মানুষের ) মতামত সাংসারিক জীবনে থেকেও জাঁকজমক নিয়ে থাকা র চেষ্টা জীবনের উতকন্ঠা সৃষ্টি করে বলে বলেছেন।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news