আদালতে রুল জারি কুণাল ঘোষ( Kunal Ghosh) ও তৃণমূল নেতাদের (TMC Leader) বিরুদ্ধে,
আদালতে কুণাল ঘোষ( Kunal Ghosh) ও তৃণমূল নেতাদের (TMC Leader) দিতে হবে হাজিরা।বিচারপতি ,আইনজীবীদের হেনস্থা মামলায় নির্দেশ কিনাআদালতে।
আদালতের নির্দেশে এখনই গ্রেফতার নয় কুণাল ঘোষ ও তৃণমূল নেতাদের ,সোমবার ১৯ মে কোলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি অরিজৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ বৃহত্তর বেঞ্চের এমন নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূল মুখপাত্রের( TMC Spokepeson) বিরুদ্ধে বিচারপতি বিশ্বজিৎ বসু ,আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য(বিকাশ Ranjan Bikash Ranjan Bhattacharyya) এদের বিরুদ্ধে ও জুনিয়র আইনজীবীদের আটকে রাখার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে। আইনজীবীদের আদালত চত্বরে বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ ।
এছাড়াও ২৫ এপ্রিলের ঘটনায় আদালতের ১৪৪ ধারা বজায় থাকার এলাকায় বিক্ষোভ প্রদর্শন আইনত দণ্ডনীয়।সেদিনের ঘটনায় রেহাই পাননি বিচারপতি বিশ্বজিৎ বসু ।চাকরিপ্রার্থীদের হাত প্ল্যাকার্ড ও স্লোগানে বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে।
এদিন কোলকাতা হাইকোর্টে বিচারপতি( Calcutta High Court) হেনস্থা মামলা য় কুণাল ঘোষ,১৬ জন তৃণমূল নেতার বিরুদ্ধে আদালতে বারংবার হাজিরা না দেওয়ার ব্যাপারে জানতে চাওয়া হয়,কুণাল ঘোষের আইনজীবীর কাছে।
তার আইনজীবী জানিয়েছেন তিনি একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে যোগ দান করেছিলেন ।বিরক্ত বিচারপতিরা বলেন,আদালত অবমাননায় এখনই গ্রেফতার করছি না আপনার মক্কেল কে,তার বিরুদ্ধে রুল জারি হচ্ছে জানিয়ে দেন বিচারপতিদের বেঞ্চ।১৬ জুন দুপুর ১২:৩০ ফের শুনানি ,তখন হাজির থাকতে হবে কুণাল ঘোষ,১৬ জন তৃণমূল নেতাকে
এদিন আদালতে শুনানি তে হাজির ছিলেন কুণাল ঘোষ(Kunal Ghosh),তিনি হাতজোড় করে বিচারপতিদের বলেন ” আমায় একটু বলার সুযোগ দেওয়া হোক ,তবে বিচারপতিদের বেঞ্চ তার বক্তব্য শোনেন নি, পরবর্তী শুনানির সময় তার জবাব শুনবেন বলে জানানো হয়েছে।
আদালত চত্বরে কুণাল ঘোষ এদিন সাংবাদিকদের বলেন ” আমি আদালতের উপর ভরসা রাখছি।বাম কংগ্রেস বিজেপি কে উদ্দেশ্য ভোট বলেন , যারা আমার নাম ঢুকিয়েছে, তাদের প্রতি করুণা করি। আমার নাম দিলে ওদের চারবার নাম ছাপানা যাবে কাগজে, টিভিতে দেখাবে।
আদালত অবমাননা ,বিচারপতি হেনস্থার দায়ে এদিন তিনি বলেন ” তাঁর জীবনেও নানা ভাবে আদালত জড়িয়ে রয়েছে। আদালতের বিচার প্রক্রিয়া তে ভরসা আছে” ।আদলতের বাইরে বলেন তৃণমূল নেতা।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news