Deen Dayal Lado Lakshmi Yojana||বিবাহিত বা অবিবাহিত মহিলারা পাবেন মাসে ₹2,100 টাকা
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-এর জন্মবার্ষিকীর (Deen Dayal Lado Lakshmi Yojana) সূচনার দ্বারা উপকৃত হতে যাচ্ছেন কয়েক লাখ মহিলা।
মহিলাদের সামাজিক অবস্থান সুরক্ষিত করতে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি চালু করতে চলেছেন দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা।
অবিবাহিত আবেদনকারী অথবা বিবাহিত মহিলারা ২৩ বছর বা তার বেশি বয়স হলেই পাবেন এই স্কিমের সুবিধা।
হরিয়ানার মন্ত্রিসভায় বৈঠকে শক্তিশালী মহিলা, শক্তিশালী সমাজ, শক্তিশালী হরিয়ানা ‘ বিষয়টি মাথায় রেখে এই প্রকল্পো শুরু করতে চলেছে বিজেপি শাসিত রাজ্যটি।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সাইনি বলেন ” হরিয়ানার মহিলারা বিবাহিত ,অবিবাহিত,বিবাহ বিচ্ছিনন মহিলাদের জন্য এই বিষয়ে ₹5,000 কোটি বরাদ্দ হয়েছে রাজ্য বাজেটে।বার্ষিক আয় বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম মহিলারা এই সুবিধা পেতে পারবেন। মহিলাকে পনেরো বছরের বাসিন্দা হতে হবে ” ।
একটি পরিবারে একাধিক যোগ্য মহিলারা সুযোগ পাবেন এই আর্থিক সাহায্যের। যে মহিলারা ইতিমধ্যে রাজ্য সরকারি প্রকল্প গুলির একটি পাচ্ছেন ( Old Age Samman, Widow Pension, Ladli Social Security ইত্যাদি) তাদের একটি একাধিক প্রকল্পের সুযোগ দেওয়া হবে না।
এই ক্ষেত্রে ব্যাতিক্রম হলো শারীরিক অসুস্থতা অর্থাৎ ,জটিল ব্যাধি থাকলে এই ক্ষেত্রে ,মহিলাদের একাধিক সুবিধা প্রদান করা হবে।তৎকালীন পেনশন পাচ্ছেন তাদের এই সুবিধা পেতে অসুবিধা হবে না। একটি প্রকল্পের দ্বারা স্বয়ংক্রিয়ভাবেই যোজনা গুলি মহিলারা পেতে থাকবেন।
দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা জন্য আবেদন করতে কি দরকার
এই যোজনা টি পঁচিশে সেপ্টেম্বর চালু হচ্ছে ,একটি মোবাইল অ্যাপ্লিকেশন শুরু করা হবে ।এর মাধ্যমে আবেদন করতে পারবেন মহিলারা।এছাড়া এস এম এস , গ্রামসভা ,পঞ্চায়েত দফতরের দ্বারা জানতে পারবেন।
প্রথম পর্যায়ে প্রায় পঁচিশ লক্ষ মহিলা কে এই সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে।
চালুর তারিখ স্বীকৃতি ও মর্যাদার প্রতীক
পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়-এর জন্ম বার্ষিকী বেছে নেওয়ার কারণ তার নারী শক্তির মর্যাদা সামাজিক কার্যক্রমের অবদান মাথায় রেখে এই দিনে চালু হবে প্রকোল্পো টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news