12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates 12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

Dharamshala college crime case :র‍্যাগিং ও যৌন নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছাত্রী, Image Representative

Dharamshala College Crime: ছাত্রীর জবানবন্দিতে চাঞ্চল্য ,হিমাচল প্রদেশে র‍্যাগিং কেসে গ্রেফতার অধ্যাপক ও ছাত্রীরা

Dharamshala College Crime: র‍্যাগিং কেসে যুক্ত অধ্যাপক , ছাত্রীদের সাহায্য নিয়ে চালানো হতো শারীরিক নির্যাতন ।Dharamshala কলেজে র‍্যাগিং কেসে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পুলিশের ।

শিক্ষক সমাজের আদর্শ ,তাদের সহায়তায় ছাত্র ছাত্রীরা পায় মানুষ হওয়ার দীক্ষা।এই শিক্ষকের লালসার শিকার উনিশ বছরের ছাত্রী । Campus ragging এর অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। শারীরিক লাঞ্ছনা, ভয়ভীতি এবং যৌন হয়রানির সম্মুখীন হওয়ার পর মারা যান, ছাত্রী।

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ তিনজন ছাত্রী কে গ্রেফতার করেছে ।অধ্যাপককে সাহায্য করতেন এই ছাত্রীরা। নিহত ছাত্রীর বাবার অভিযোগ এই তিন ছাত্রী নির্যাতন করে তার মেয়েকে।

এই ঘটনায় প্রফেসর দিতেন নির্দেশ ছাত্রীর উপর আরো বেশি উত্তেজিত করতে বলতেন Dharamshala College এর এই অধ্যাপক।ছাত্রী তার শেষ , জবানবন্দী তে উল্লেখ করে গেছেন এই অধ্যাপকের নাম। Himachal এর কলেজ Campus র‍্যাগিং , ঘটনায় Bharatiya Nyaya Sanhita এর অধীনে মামলা শুরু করেছে।

অভিযুক্ত কলেজ শিক্ষকের বিরুদ্ধে Sections 75, 115(2) and 3(5) দেওয়া হয়েছে এবং ছাত্রীদের বিরুদ্ধে ( Prohibition of Ragging) Act, 2009. অধীনিয়মে মামলা শুরু হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে ,ছাত্রীর দেওয়া ভিডিও জবানবন্দী এর ভিত্তিতে তদন্ত করা হবে ।

Dharamshala College Crime এর এই চাঞ্চল্যকর ঘটনায় ছাত্রীকে প্রথমে ভর্তি করা হয় হিমাচল প্রদেশের একটি হসপিটালে, অবস্থার অবনতি হওয়ায় , লুধিয়ানার একটি হসপিটালে স্থানাতরিত করা হয়,সেখানেই চিকিৎসকেরা জানিয়েছেন ছাত্রীটি চিকিৎসাধীন অবস্থায় মারা যান

Himachal Pradesh এর এই ঘটনায় কোলকাতার আরজি কর প্রতিচ্ছবি ফুটে ওঠে,Campus Crime এর পরিণতি মৃত্যুতে রূপান্তরিত হয়েছিলো অভয়ার, সেই ঘটনার সাথে আর জি কর মেডিক্যাল কলেজের অধ্যাপক সন্দীপ ঘোষের নাম উঠে আসে।এখন যিনি জামিনে মুক্ত আছেন।

ছাত্রীটি গত বছর কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু পরীক্ষায় ফেল করেছিল বলে কলেজ কর্তিপক্ষ জানিয়েছে।ছাত্রীটি চেয়েছিলো তাকে দ্বিতীয় বর্ষের জন্য অ্যাডমিশন প্রসেস অংশ নেওয়া অনুমতি দেওয়া হয়।এই নিয়ে ছাত্রীটি অবসাদে ছিলো বলে এই ঘটনায় কলেজ কর্তিপক্ষ তত্ত্ব খাড়া করবার চেষ্টা করছে ।

ছাত্রীর বাবা মায়ের তরফে কোনো লিখিত অভিযোগ Dharamshala কলেজে র‍্যাগিং এর ঘটনায় কলেজের প্রিন্সিপালের কাছে এখনও দায়ের হয়নি বলে কর্তিপক্ষ জানিয়েছে।

এই ঘটনায় অভিযুক্তদের জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে।