Diamond Harbour Police Station Blast : থানার ভিতরে মুহুর্মুহু বিষ্ফোরণ, দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানায় ।
Diamond Harbour News : প্রবল বিষ্ফোরণ থানার মধ্যে আগুন , ভর সন্ধ্যেয় মজুত শব্দবাজি থেকে অগ্নি কাণ্ড।
থানার মেইন বিল্ডিংয়ে র পাশে একটি ঘরে মজুত ছিলো বেআইনি বোমা ।বিভিন্ন বাজেয়াপ্ত বাজির গুদামে সন্ধ্যা ৭:৩৬ মিনিট নাগাদ আগুন লাগে।
মুহূর্তে কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে থানা চত্বর ,থানার আসেপাশে এলাকার মানুষ ও আতঙ্কিত হয়ে পড়ে।নাশকতার ঘটনা ভেবে নেয় সাধারণ মানুষ।
ডায়মন্ড হারবার থানার (Diamond Harbour Police ) অফিসার ইনচার্জ জানিয়েছেন, বেআইনি বাজির বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছিলো ,এদিন থানার মধ্যে ওই বাড়িতে রাখা ছিলো উদ্ধার হওয়া শব্দবাজি ( Fire Crackers Blust ) সেই বাজি তে হঠাৎ, ই বিষ্ফোরণ হয়।
তবে কি থেকে এই বিস্ফোরণের ঘটনে পুলিশ এখনও নিশ্চিত হয়ে বলতে পারেনি।ডায়মন্ড হারবার থানার বিস্ফোরণে (Blast in Diamond Harbour Police Station) ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
এই মুহূর্তে থানার মধ্যে উপস্থিত হয়েছে দমকলের একটি ইঞ্জিন ,তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের এসেছে ।বলে পুলিশ জানিয়েছে।ঘটনার তদন্ত চলবে জানিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
