Durga Puja Donation : হিসাব না দিলে বন্ধ পুজো অনুদান !!! কি নির্দেশ কোলকাতা হাইকোর্টের।
রাজ্যের পুজোকমিটি গুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া এক লক্ষ দশ হাজার টাকা অনুদান(Durga Puja Donation ) মামলায় বিশেষ পর্যবেক্ষণ হাইকোর্টের।
এদিন বিচারপতি বলেন রাজ্যের এই আর্থিক অনুদান যে উদ্দেশে দেওয়া হচ্ছে ,সেই পুজোর জন্য কমিটি গুলি হিসাব দিতে বাধ্য। প্রসঙ্গত রাজ্যের তরফে এই বক্তব্যের বিরোধিতা করে বলা হয় এই মামলা পুজোর পরে শুনানির জন্য।কিন্তু বিচারপতি সুজয় পাল এই বক্তব্য সটান খারিজ করে দেন।তিনি বলেন পুজোর পরে শুনানি করে কি লাভ
রাজ্যের তরফে দুর্গাপুজো ২০২৫ এর অনুদান দেওয়া হয় এক লক্ষ দশ হাজার টাকা।এই টাকা বিগত বছরে ছিলো ৮৫ হাজার।তখনও মামলা হয়েছিলো কিন্তু হাইকোর্ট হস্তক্ষেপ করেনি।
কোলকাতা হাইকোর্টের পুজো অনুদান মামলায় মামলা করেন আইনজীবী সৌরভ দত্ত।রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি এই আর্থিক সাহায্য বেআইনি বলে মনে করেন।
এদিন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের এজলাসে মামলা টি ওঠে, দুই বিচারপতি সকল নথি খতিয়ে দেখে রাজ্যের এই আর্থিক অনুদান প্রকল্প তে আর্থিক খতিয়ান অর্থাৎ পুজো কমিটি গুলিকে হিসাব পেশ করতে বলা হয়েছিলো সেই প্রসঙ্গ তুলে বলেন, ” যে সমস্ত পুজো কমিটি হিসাব পেশ করেনি ,রাজ্য কেনো তাদের আর্থিক অনুদান দিচ্ছে ,প্রয়োজনে তাদের এই আর্থিক সাহায্য বন্ধ করতে হবে বলে বিচারপতি মন্তব্য করে ” । রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই বক্তব্যের পরে বলেন ” মামলায় শুনানি হোক পুজোর পরে,তখনই বিচারপতি সুজয় পাল বলেন ,পুজোর পরে এই মামলার কি গুরুত্ব রয়েছে।তিনি বলেন নির্দেশ অমান্য করলে এখনই ব্যাবস্থা নিতে হবে “।
এদিন আদালতে ২০০৮ সালের পুজো অনুদান মামলার নির্দেশের বিরোধিতা করে মামলা করেন আইনজীবী সৌরভ দত্ত,তিনি রাজ্যের আর্থিক অবস্থা বিচার করে এই দান খয়রাত নিয়ে প্রশ্ন তোলেন।
এই নিয়ে আইনজীবী সৌরভ দত্ত তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে মামলা করেন ,সেই নির্দেশে রাজ্য সরকার কে আর্থিক অনুদান দেওয়ায় বাধা দেওয়া হয়নি ।এবার আবারও পুজো অনুদান মামলায় ২০২৫ সালে আর্থিক অবস্থার দিক বিবেচনা করে মামলা করেছেন এই আইনজীবী ।
এদিন বিচারপতিদের তরফে জানানো হয় বুধবার এই মামলার আবার শুনানি হবে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
