Earthquake Japan in 2026 New Year : নববর্ষের উদযাপন হল ভূমিকম্প দিয়ে জাপানে ছয় মাত্রার ভূমিকম্প সুনামি সর্তকতা জারি
Earthquake Japan: ভূমিকম্প প্রবণ এলাকা জাপান, এই রকম তীব্রতা এবং ঘনঘন ভূমিকম্পে চিন্তিত পরিবেশবিদরা।
এদিন ছয় মাত্রার কম্পন বোঝা যায় জাপানের (Earthquake today in Japan) বিভিন্ন এলাকায়।
জাপানের নোডা অঞ্চলে এদিন কম্পন টের পাওয়া যায় । বুধবারও বারংবার কম্পন হয় । ইওয়াতের হণশুতে সমুদ্রের তলদেশে প্রায় চল্লিশ কিলোমিটার গভীরে কম্পন হয়।
এখনও পর্যন্ত হতাহতের খবর নেই । পৃথিবীতে ভূমিকম্পের জন্য দায়ী টেকটোনিক প্লেটের উপরে অবস্থান জাপানের , আট ডিসেম্বর জাপানের মাটি কেঁপে ওঠে।তীব্র আলোড়ন হয় এলাকাজুড়ে। হণশুর উত্তরে সাত দশমিক তিন মাত্রার কম্পন ছড়িয়ে পড়েছিলো।
Earthquake Japan এই প্রকৃতি চলমান ১২ ডিসেম্বর হয় কম্পন ৬.৭ মাত্রার কম্পনের কেন্দ্রস্থল ছিলো প্রিফেকচারের কুজি শহর এখানে ১৩০ কিলোমিটার দূরে কম্পন হয়। জানিয়েছিলো ইউ জি সি কর্তিপক্ষ।
এদিনের কম্পনের ফলে জাপানের মানুষজনের মধ্যে ভয়ের , সৃষ্টি হয়। এদিন সুনামি সতর্কতা জারি হয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে রেখেছে ভবিষ্যতে বড়ো ভূমিকম্প হতে পারে জাপানে।হোক্কাইডো দ্বীপটি এর কেন্দ্রবিন্দু হবে বলে জানানো হয়েছে।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news
