ATM debit card fee : মহার্ঘ্য হচ্ছে এটি এম কার্ড পরিষেবা ব্যাবহার

ATM debit card fee : এতদিন লেনদেনে এটিএম তে যে ফিস দিতেন এবার মহার্ঘ্য হচ্ছে debid কার্ড পরিষেবা।

সম্প্রতি পেশ হয়েছে অথনৈতিক বাজেট ।মোদী সরকারের এই বাজেটে মধ্যবিত্তের জন্য টাক্স তে যে ছাড় দেওয়া হয়েছে বাজেট ২০২৫ তে সেই নিয়ে বিস্তর বিতর্ক আছে তবে এবার চিন্তার ব্যাপার মহার্ঘ্য হচ্ছে ভারতে এটিএম ফি (india atm fees)

what is atm annual fee : এখন বিভিন্ন ব্যাংক তাদের এটি এম ব্যাবহার করতে গ্রাহকের কাছে থেকে একটি ফি বছরে নিয়ে থাকে যেটি বিভিন্ন ব্যাংকের বিভিন্ন হয়।কিন্তু ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি পাচ্ছে।

difference between exchange and interchange

গ্রাহকের জন্য পাঁচটি transaction ছিলো ফ্রি এখন সেই transaction হবে ব্যায়বহুল ।হিন্দু বিজনেসলাইন নিউজ পোর্টাল জানায় এই লেনদেনে এখন থেকে এটিএম ফি (ATM debit card fee) নেওয়া হবে ২২টাকা ।

ইন্টারচেঞ্জ অর্থাৎ একটি ব্যাংক আরেকটি ব্যাংকের সাথে এটি এম পরিষেবা ব্যাবহারে যে শুল্ক নিয়ে থাকে।তবে exchange অর্থাৎ একটি currency থেকে আরেকটি দেশের currency বিনিময়ের জন্য যে অর্থ প্রদান তাকে বোঝায় ,সেটি অপরিবর্তিত থাকছে।তবে interchange এর জন্য ফি বৃদ্ধি হচ্ছে ১৭টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা।

See Also : ইউনিফর্ম সিভিল কোড প্রথম চালু হচ্ছে উত্তরাখণ্ডে। ধর্ম জাতি ও বিবাহ বিষয়ক আইনে আসবে পরিবর্তন

এনপিসিআই-এর সুপারিশ অনুযায়ী নন ক্যাশ transaction এর ক্ষেত্রেও বৃদ্ধি হচ্ছে মূল্য। এই ক্ষেত্রে ফি ৬ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করার পরিকল্পনাও রয়েছে।তাই আপনার এটি এম কার্ড swipe করবেন সেইটি fees দেখে সিধান্ত নেবেন debit cards দিয়ে এই ফি বৃদ্ধি ব্যাংক এবং হোয়াইট-লেবেল এটিএম অপারেটররা স্বাগত জানিয়েছে।ATM debit card fee মেট্রো ও নন মেট্রো এলাকায় নিয়ম প্রয়োগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *