12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

12NewsWorld - Breaking News & Bengali News Live Updates

SAVE 20250516 243103

Mohishadal school news: মহিষাদলের এক বেসরকারি স্কুলে শিক্ষকের রিংটোন নিয়ে আপত্তির জেরে মারধরের শিকার ছাত্র এখন হাসপাতালে।

 

নিজস্ব প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর:

শিক্ষক-ছাত্র সম্পর্ক শ্রদ্ধা ও শিক্ষার বন্ধন গাঁথা। সেই সম্পর্কে এবার বড়সড় ফাটল ।সম্প্রতি মহিষাদলের একটি বেসরকারি স্কুলে র একটি ঘটনা কে নিয়ে হতবাক এলাকাবাসী। এই ঘটনার সূত্রপাত একটি মোবাইল রিংটোন(Dispute over mobile ringtone)

একটি ছোট্ট মন্তব্য বড় পরিণতির দিকে ঠেলে দিল এক স্কুলপড়ুয়াকে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘটনায়। মহিষাদলের এক স্কুলে শিক্ষক মোবাইল রিংটোন নিয়ে ছাত্রকে মারধর করেন বলে অভিযোগ(Education controversy in Purba Medinipur)। 

 স্কুলের ভূমিকাও প্রশ্নের মুখে।

বাংলা ক্লাস চলাকালীন মোবাইল ফোন বেজে ওঠে শিক্ষকের। শিক্ষকের মোবাইলের রিংটোন একটি ছাত্রের পছন্দ হয়নি ।সেই ব্যাপারে মন্তব্য করতেই রেগে ওঠেন ওই বাংলার শিক্ষক।

এদিন বাংলা ক্লাস চলাকালীন শিক্ষকের মোবাইলের রিংটোন ভালো লাগেনি মন্তব্য করতেই চটে যান ছাত্রের উপর ।বেদম প্রহার জোটে ছাত্রের।

শিক্ষকের বিরুদ্ধে ছাত্র রা অভিযোগ করেছেন , শিক্ষিকা  সাধারণ কথাটিকে অবমাননা হিসেবে নেন ।শুরু হয় তুমুল বকাঝকা ও শারীরিকভাবে আক্রমণ।

শিক্ষক তখন উদ্যত হয়ে কিল , চর,ঘুঁষি চালাতে থাকে ছাত্র কে, এই ঘটনায় অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র।পরিবারের সদস্যরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান(Student admitted to hospital)। তার শরীরে চোটের দাগ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ছাত্র টি এখন বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে চিকিৎসা চলছে।চতুর্থ শ্রেণির  একজন ছাত্র একটি সাধারণ মন্তব্য তে এই আচরণ শিক্ষকের ।পরিবারের লোকজন নিন্দা করেছে । শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে।

এই বিষয়ে স্কুল কর্তিপক্ষের কাছে  লিখিত অভিযোগ জানিয়েছে ছাত্রের পরিবার।বিষয়টি তদন্তসাপেক্ষ তারা জানিয়েছেন। ওই শিক্ষক ঘটনাটি অস্বীকার করেছেন।

এই ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা শিক্ষকদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।